রেললাইন, মডেল এবং ক্যামেরা সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে আজকের ইলিউশন আর্টটি। পোস্ট বিবরণ দেখেই তো মনে হচ্ছে এই ধরনের আর্ট গুলিতে অনেকটা সময় দিতে হয়। তবে দেখতে কিন্তু দারুন দেখায় আপনার ইলিউশন আর্ট গুলি। আজকের এই ইলিউশন আর্ট টি আমাকে মুগ্ধ করে ফেলেছে।
চেষ্টা করেছি সবকিছু একসাথে ভালোভাবে করার৷ এই আর্ট গুলো তৈরি করতে প্রচুর সময় দিতে হয়।