ভালো সময় বা হাসিখুশি শেয়ার করার জন্য মানুষ পাওয়ার অভাব হয় না কিন্তু খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থা শেয়ার করার জন্য মানুষ পাওয়া বড়ই দুষ্কর। সঠিক বলেছেন আপনি যারা আমাদের মন খারাপের সময় বা খারাপ পরিস্থিতির সময় পাশে থাকে তারাই হলো আমাদের জীবনে প্রকৃত মানুষ। দারুন ছিলো আপনার আজকে পোষ্টের লেখাগুলো।