RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৬
অনুগল্প:-
স্কুল জীবনে সপ্তম শ্রেণীতে আমার এক বন্ধু হয়েছিলো তার নাম হলো শফিক। আমাদের ক্লাসে এক বান্ধবী ছিলো তার নাম হলো ঈশিতা। শফিক একদিন আমাকে বলল বন্ধু আমাদের বান্ধবী ঈশিতাকে আমি প্রপোজ করবো। আমি তো শুনে একেবারে হতবাক😲। কারণ আমি সব সময় প্রেম ভালোবাসার বিরুদ্ধে ছিলাম 🤠। শফিককে বারবার নিষেধ করার পরেও সে একদিন ঈশিতাকে প্রপোজ করে ফেললো। কিন্তু ঈশিতা তখনই বাসায় গিয়ে ওর আম্মু আব্বু বলে দিছে। ঈশিতার আব্বু আম্মু ঈশিতাকে নিয়ে স্কুলে চলে এসেছে। এসে প্রিন্সিপালকে এই বিষয়ে নালিশ করেছে। তখন প্রিন্সিপাল স্যার শফিককে ডেকে নিয়ে বেদম ক্যালানি দিয়েছে 🤓। তারপরে কান ধরে ওঠ বস করিয়ে ছেড়ে দিছে। পরের দিন বন্ধু শফিকের সাথে দেখা হলে জিজ্ঞেস করলাম বন্ধু কেমন হলো প্রপোজ করা? তখন শফিক বলতেছে বন্ধু প্রেম যদি খাঁটি হয় জুতার বাড়িও খাওয়া যায় 😲🤠। আমিও বললাম বন্ধু, প্রেম যদি খাঁটি হয় প্রেমিকার সামনে কান ধরে উঠবস করাও যায় 🤣🤣।
হাহাহা দারুন বলেছেন ভাই। হাসতে হাসতে অবস্থা খারাপ।
বেশ দারুন গল্পতো ভাই।