এজন্যই তো বলা হয় সৎ সঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ। কথাটির যথার্থ মিল রয়েছে আপনার আজকের পোষ্টের লেখাতে। সঠিক বলেছেন খারাপ কথা বলা মানুষের পাশে থাকলে আমরাও একসময় সেরকম আসক্তিতে আসক্ত হয়ে পড়ি। যাই হোক আমাদের সকলের উচিত এরকম মানুষদের থেকে দূরে থাকা।