আপনি তো একদম সঠিক বলেছেন,বর্তমানে শীত বিদায় নিতে চলেছে কিন্তু শীতের শাকসবজি দিয়ে বাজার এখন সয়লাব রয়েছে।বাঁধাকপি গাজর বেসন এবং বুট দিয়ে মুচমুচে মজাদার পাকোড়া রেসিপি শেয়ার করেছেন। এরকম নাস্তা গুলো বিকেলের জন্য একেবারে পারফেক্ট। খুবই সহজ ভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করা শিখিয়ে দিয়েছেন ভাই। আপনার আজকের রেসিপি পোস্ট টি দুর্দান্ত ছিলো।
জী ভাই শীতের সবজি বাজারে ভালোই দেখ যাচ্ছে।