PUSSTEEM curation প্রজেক্ট যেহেতু নতুন আসতে চলেছে তাই এই বিষয়ে আমরা অজানা। তবে এতদিনের পরিচয়ে এতটুকু বিশ্বাস পেয়েছি দাদা,আপনি যেটাই করবেন আমাদের জন্য মঙ্গলকর হবে। তবে এবিবি কিউরেশনসহ আগের সকল ফ্রি কিউরেশন সার্ভিস গুলি বন্ধ হয়ে যাবে এটা শুনে খারাপ লাগলো।যেহেতু PUSSTEEM curation ইনভেস্টমেন্ট টাইপের প্রজেক্ট তাই আশা করছি বেশ ভালোই হবে। সর্বোপরি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দাদা। ভালো থাকবেন সব সময়।