প্রথমেই বলে রাখি অনু কবিতাগুলি চমৎকার হয়েছে ভাই। বলতে গেলে বিভিন্ন ভাবের সমাহার মিলেছে আপনার অনু কবিতা গুলির মধ্যে। যেখানে সাম্যের গান , সামাজিক দৃষ্টিভঙ্গি,নিজের স্বভাবগত বৈশিষ্ট্যসমূহ সহ আরো বেশ কয়েকটি ভাবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মোটকথা অনু কবিতাগুলি আমাকে মুগ্ধ করে ফেলেছে। আশা করি আগামীতে আপনার থেকে এরকম অনু কবিতা আরো দেখতে পারবো।