সরস্বতী পুজোর দিনে কলম ধরলে দেবী রুষ্ট হন!
তাহলে তো চমৎকার সময় ছিলো দিদি। অন্তত একটি দিন কেউ চাইলেও লেখাপড়ার প্রতি বাধ্য করতে পারতো না। পুজো করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আনন্দও করতেন দেখতেছি। বয়স বাড়লে আস্তে আস্তে জীবন থেকে উচ্ছাসগুলো হারিয়ে যায়। কিন্তু সেই সময় গুলো আবির্ভূত হলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। যাইহোক সরস্বতী পুজোকে কেন্দ্র করে আপনার জীবনের সেই ছেলেবেলার কিছু কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।