মানুষ কেবলমাত্র অন্য মানুষের সাফল্যই দেখে কিন্তু সেই মানুষটার সাফল্য পাওয়ার পূর্বে তার জীবনে কি রকম পর্যায়ের কষ্টের মুহূর্ত পার করে এসেছে সেটা কেউ দেখেনা। জীবনে উন্নতি করতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই। আসলেই নিজের মনের কথা অনুযায়ী কাজ করতে হবে। ভাগ্যের দোষ না দিয়ে পরিশ্রমী হলে আশা করা যায় জীবনে সাফল্য আসবেই।