স্মার্ট সিটি নির্মিত হলে আগামীর বিশ্ব হবে সম্পূর্ণ ডিজিটাল।5G ইন্টারনেট , ক্লাউড কম্পিউটিং,Iot সহ অন্যান্য সকল কাজকে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে নির্মাণ করতে পারলেই আগামীতে প্রতিটা দেশ অনেক বেশি উন্নত হয়ে যাবে। সকলের জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত হবে। সর্বশেষ এটাই বলতে পারি স্মার্ট সিটি প্রযুক্তি-নির্ভর পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রত্যেকের জন্যই উপকারী হবে।