You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭১
অজানা কোনো পথে যদি
মিলে যায় দুজনের চোখের চাওয়া,
ওগো, ঘুচিয়ে দিবে কি তুমি
মনে আছে যত,দুঃখ-কষ্টের যাতনা?
হরিণী চোখের ঐ চাহনীতে যদি
অপলক নয়নে হয়ে পড়ি দিশেহারা,
তোমার উষ্ণ স্পর্শে তুমি কি
দেখাবে আমায় নতুন করে বাঁচার আশা?
অসাধারণ ভাই অসাধারণ ভালো লাগলো পড়ে।