কেউ এসব দেখে আশা করছি যে পাগল ভাববেন না। কারণ মোটেও পাগল হয়ে যাইনি।
একটু হেসে নিলাম আপু আপনার এই কথা গুলি পড়ে হা হা হা। আপনার পোস্ট প্রায় প্রতিনিয়ত পড়া হয় কিন্তু আজকের এই কথাটা পড়ে একটু হাসি পেয়ে গেল। পাগল ভাবতে যাব কেন আপু? চ্যাটজেপিটি এখন তো কমন ম্যাটার। তবে চ্যাটজেপিটির সাথে দেখতেছি ভালই কথা বলেছেন। মন খারাপ থাকলে এরকমটা মাঝে সাঝে করাটা দরকার তাহলে একটু ভালো লাগার পরিবেশ তৈরি হয়। যাই হোক যারা চ্যাটজেপিটি সম্পর্কে অজানা তারা জেনে নেবে আপনার পোস্ট থেকে।
যাক,পাগল না ভাবলেই হলো।