RE: এবারের কনটেস্টে সেরা তিনজন সহ আরো সাতজনকে আমার পক্ষ থেকে টোটাল ১০০ স্টিম পুরস্কার
আসলে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তারা প্রচুর কষ্ট করে থাকে।
এটা হল চরম সত্য কথা আপু। আমার কথায় যদি বলি কনটেস্টের পোস্টটি আমি দেড় থেকে দুই ঘন্টা ধরে সাজিয়েছি ।যেখানে জেনারেল একটি পোস্ট তৈরি করতে আমার সময় লাগে আধাঘন্টা থেকে ৪০ মিনিট। ফটোগ্রাফি গুলি সংগ্রহ করার কথা তো বাদই দিলাম আপু।আপনি যেহেতু আগে অংশগ্রহণ করতেন তাহলে তো আপনি ভালোভাবেই জানেন। তারপরেও এটাই বলব আপু প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা আমার মুখ্য বিষয় নয় সব গ্রহণ করাটাই মুখ্য বিষয়। ব্যস্ততার কারণে হ্যান্ডআউটে গতকালকে পুরো সময়ে যদিও বা থাকতে পারিনি তাই আপনার কথাগুলো মিস করে গিয়েছিলাম। পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে আরো সাতজনকে আপনি বিশেষ পুরস্কার দিবেন। এই সাতজনের তালিকায় আমার নামটা সিলেট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু । পুরস্কার পেলে কার ভালো না লাগে বলেন তো আপু? ভীষণ ভালো লাগতেছে পুরস্কার পেয়ে। আপনার পক্ষ থেকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, জীবন হয়ে উঠুক আপনার পুষ্পসজ্জিত।