চমৎকার একটি আইডিয়া দিলেন ভাই। এখন থেকে জ্বর সর্দি কাশি হলে লেবুর সাথে কাঁচা মরিচ করে রং চা বানিয়ে খাবো। শুরুর দিকে কথাগুলো যথেষ্ট সত্য বলেছেন। বয়স কোন ব্যাপার না মনের চিন্তা-ভাবনা একে অপরের সাথে মিলে গেলেই হয়ে গেল সুন্দর একটি বন্ডিং। দোলন ভাইয়ের পরে সাফি ভাইয়ের সাথে দেখতেছি ভালই সময় উপভোগ করতেছেন। আশা করছি এখন থেকে আপনার নতুন সঙ্গী তথা সাফি ভাইয়ের সাথে ভালো সময় উপভোগ করবেন।
এটা সত্য আজকাল সাফির সঙ্গে বেশ ভালোই সখ্য গড়ে উঠেছে, সময়টাও দারুণ কাটছে।