প্রথমে তো ভাবলাম বাজার থেকে কোন ঝুড়ি কিনে এনে ফটোগ্রাফি করে কভার ফটোতে দিয়েছেন। কিন্তু না পরে দেখলাম আপনি নিজেই বানিয়েছেন। এসকল ক্রাফট তৈরিতে দেখতেছি আপনার ভীষণ দক্ষতা রয়েছে।
। খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ঝুড়িটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।