আলু গ্রেড করে এরকম চচ্চড়ি বানালে আসলেই খেতে বেজায় স্বাদ লাগে। যেমন আপনার তৈরি করা মলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি রেসিপিটি দেখে মনে হচ্ছে ভীষণ মজা হয়েছিল খেতে। সেই সাথে রেসিপিটি তৈরি করার পুরো প্রসেস আমাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে নিজেও বাসায় একদিন তৈরি করে খেয়ে নেব ।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য রেসিপিটি।