আমাদের রংপুরে ওয়েদার এর বাজে অবস্থা হয়ে গেছে আজকে সকালে দেখলাম আট ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে তাপমাত্রার অনেক বাজে অবস্থা সৃষ্টি হয়েছে। যাই হোক পুসফী মাস্টার কার্ড নিয়ে সুন্দর কিছু কথা লিখেছেন ভাই। যা ইতিপূর্বে আমাদের প্রতিষ্ঠাতা সহ কমবেশি কয়েকজনের পোস্টে দেখতে পেলাম। এটা সত্যিই আমাদের জন্য অভাবনীয় বাস্তব কথা। অপেক্ষায় রইলাম কবে পুসফি এর মাস্টার কার্ড হাতে পেতে পারি।
হুম, ঐ দিকের অবস্থা খুবই খারাপ এটা পত্রিকা পড়েই জানা যাচ্ছে কিন্তু শহরের মাঝে তেমন না।