আসলেই আপু আপনি সঠিক বলেছেন সকালবেলা উঠে এই যে ভার্সিটি যাওয়া কি যে কষ্ট এটা যে গিয়েছে সেই বলতে পারবে। বাসা থেকে বের হতেই ইচ্ছা করে না আবার সাতটার দিকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হতে হয় কি কষ্ট। তারপরেও আপনার মতই শীতকাল কে ভালবাসি। খেজুরের রস ভাপা পিটা দুটোই আমার ভীষণ পছন্দের। খেজুরের রসে ভালো পিঠা ভিজিয়ে খেলে কি পরিমানের টেস্ট লাগে বলে প্রকাশ করার মত নয়। অবশেষে আপনার জন্য আপনার বাবা খেজুরের রস এনেছেন এটা প্রশংসনীয়। চেষ্টা করবেন সব সময় মা বাবার পাশে থাকার জন্য ,ধন্যবাদ।