আসলেই গতকালকে শীতের প্রকোপ একটু কম ছিল। তারপরেও এই শীতে বৃদ্ধ এবং শিশুদের যথেষ্ট যত্ন নিতে হবে আমাদের। এটাও ঠিক বলেছেন কাগজের তৈরি এরকম বন্দুক বানিয়ে আমরা অনেক খেলাধুলা করেছি। আপনার আজকের তৈরি অরিগ্যামিটি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। হয়ে গেল স্বল্প ভাবে একটু স্মৃতিচারণ। বন্দুকটিও খুবই চমৎকারভাবে তৈরি করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।