প্রেমময় প্রেমের কবিতা এরকম হাওয়াই উচিত প্রিয় মানুষের তরে। যে কবিতার মধ্যে প্রিয় মানুষকে ঘিরে মমতাময় ভালবাসার এক সুন্দর গীতিকথা প্রকাশ পেয়েছে। প্রতিটা চরণের মধ্যেই যেন প্রিয় মানুষের তরে ভালবাসার কথা উঁকি দিয়ে জানান দিচ্ছে। এক কথায় আপনার কবিতাটি দুর্দান্ত এবং গভীর ভাব সম্পন্ন হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি কুয়াশায় প্রেম নামক কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।