শীতের সকালে চায়ের কাপে চুমুক।
এ যেন প্রশান্তির ছোঁয়া।
সকালের নাস্তায় চা খাওয়ার সময়ের অনুভূতিটা মনে করায় দিলেন ভাই। যথেষ্ট সুন্দর হয়েছে আপনার কবিতা গুলি। অনু কবিতা এমন একটি মাধ্যম যেখানে ভিন্ন ভিন্ন মনের ভাব গুছিয়ে উপস্থাপন করা যায়। যেমন আপনার লেখা এক একটা কবিতা এক একটি ভাবকে প্রকাশিত করেছে। যাইহোক আপনার অনু কবিতা গুলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ মতামতের জন্য।।