মান কচু আমারও পছন্দের একটি সবজি। তবে মান কচু আলু এবং বেগুন দিয়ে রান্না করলে আর সাথে যদি ছোট মাছ দেওয়া যায় তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। আপনার তৈরি করা আজকের মান কচুর ভর্তা রেসিপিটিও চমৎকার হয়েছে আপু। উপজাতিদের কাছে যে এত বড় মান করে পাওয়া যায় এটা তো জানতাম না কেবল আপনার থেকেই জানতে পারলাম। আপনার তৈরি করা মান কচুর ভর্তা রেসিপিটি দেখে মনে হচ্ছে আমিও তৈরি করতে পারব। ধন্যবাদ এরকম লোভনীয় একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কমেন্টের মাধ্যমে চমৎকার একটি রেসিপি শিখে নিতে পারলাম ভাইয়া ভত্তা ছাড়া মানুষ পশুর আর কিছু খাওয়া যায় এটা জানতাম না। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য।