সর্বোপরি কথাটি হচ্ছে আপু যে মন যদি ভালো না থাকে আমাদের তাহলে সব থেকে ভালো জিনিস কেও আমাদের কাছে খারাপ মনে হয়। দু বছর ধরে আপনি কোথাও যান না তার মানে এমনিতেই এতদিন কোথাও ঘুরতে না বেরোলে একঘেয়েমি লেগে যায়। আপনি ঠিকই করেছেন নেত্রবণায় আপনার ননদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। ট্রেন জার্নি আমার কাছেও বেশ আনন্দের এবং মজাদার। আর কিছু কিছু ট্রেনগুলোতে বর্তমান এমন অবস্থা হয়েছে জনগণের বা যাত্রীদের উপচে পড়া ভিড়। সিটে বসেও কোন শান্তি নেই। আর যেহেতু আপনার সাথে বাবু ছিল আর সে কান্না করেছিল তাহলে বোঝা যাচ্ছে আপনি খুবই বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। আশা করি আপনার পরবর্তী পোস্টগুলোর মাধ্যমে আমরা নেত্রকোনা জেলার বেশ কিছু সুন্দর সুন্দর বিষয় সম্বন্ধে জানতে পারবো।