🎂🎂শুভ জন্মদিন শ্রদ্ধেয় সিয়াম ভাই।। happy birthday Most respectable big brother 🎂🎂
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
পিকচার সিয়াম ভাইয়ের পোস্ট থেকে নেওয়া
গতকালকের দিনটির মধ্য দিয়ে জীবনের আরও একটি নতুন অধ্যায় পদার্পণ করায় শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া, শুভ জন্মদিন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও বা গতকালকেই উইশ করা উচিত ছিল কেননা গত কালকের দিনটি ছিল আপনার জন্য অনেক বেশি স্পেশাল। আমার অবশ্য জানা ছিল না কবে আপনার জন্মদিন। আজকে সকালেই যখন আন্টির পোস্টে দেখতে পেলাম আপনার জন্মদিন সম্পর্কে লেখা তখনই পোস্ট লিখতে বসলাম।
জীবনের নতুন আরও একটি অধ্যায় এর সূচনা হলো আপনার জীবনে গতকালকের দিনটির মধ্য দিয়ে। আসলে নতুন বলতে তেমন কিছুই নেই। সবকিছুই থাকবে আগের মত শুধু মাত্র সময়ের পরিবর্তন ঘটবে। বাকি সব জিনিসকে আমাদের নিজেদেরকে পরিবর্তন করে নতুন রূপ দিতে হবে। তাই প্রার্থনা করছি আপনার জীবনের নতুন সময় গুলোকে এমন ভাবে স্রষ্টার অসীম কৃপায় সাজিয়ে তুলবেন যেন আগামীর দিনগুলো হয় অত্যন্ত সুখকর।
আপনার জীবনের অতীতের কষ্টগুলো নিপাত যাক জীবন সেজে উঠুক নতুন রূপে। কষ্টকর মুহূর্তগুলো দূরে সরে যাক সুখের মুহূর্তগুলো নিকটে আসুক। শত্রুরা নিপাত যাক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক সবার সাথে। কঠিন এবং রুক্ষময় পথগুলি চলে যাক অদূরে আগামীর পথ চলা হোক সোনায় সোহাগা, ফুলের পাপড়ি বিছানোর মতোই।
পিকচার সাথী আন্টির পোস্ট থেকে নেওয়া।
আপনার জীবনে এই বিশেষ দিনটি ফিরে আসুক বারবার। বারবার হয়ে উঠুক জন্মদিনের শুভেচ্ছায় মুখরিত প্রতিটি স্বজন। যেন নতুন করে আশীর্বাদ করতে পারে প্রত্যেকেই আপনার নতুন জীবনের জন্য। তাইতো বলি বারবার ফিরে আসুক আপনার জীবনে এই বিশেষ দিনটি। জীবন নগণ্য তারপরেও এটাই চাইবো আপনার জীবনটা হোক সমুদ্রের থেকেও বিস্তৃত। জীবন হয়ে উঠুক আনন্দঘন। প্রতিটা মুহূর্ত হোক রমরমা এবং সুখের ছায়ায় আবদ্ধ।
জন্মদিনের এই বিশেষ দিনটা থেকেই আপনার আগামীর পথচলা হোক সুগম এবং সুস্নিগ্ধময়। ভোরের নতুন সূর্যের মতো আপনার জীবনে উদয় হোক নতুন সুখের আলো। জীবনটা ভরে থাকুক ফুলের মতই পবিত্র। গত দিনগুলোতে যেভাবে ছিলেন আমাদের সাথে শিক্ষক হয়ে, মেন্টর হয়ে এবং পরিচালক হিসেবে, আগামীতেও এভাবেই সকল সম্পর্কের বন্ধন অটুট থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে আবারো জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শ্রদ্ধেয় @alsarzilsiam ভাই।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ডেইলি টাস্ক প্রুফ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1882640349912568064?t=pIBaS4dYI9A_svKCAFyZrQ&s=19
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভ জন্মদিন সিয়াম ভাইয়া। আশা করছি সামনের দিন গুলো তার অনেক বেশি ভালো কাটবে।আর অল্প কিছু দিনের মধ্যেই একজন চলার সাথী পেয়ে যাবেন, তার জন্য অগ্রিম শুভকামনা রইল ভাইয়ার জন্য। আশা করছি সব সময় আমাদের মাঝে খুবই ভাবে সময় গুলো উপভোগ করতে পারবে।
সিয়াম ভাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি তার জীবনে বারবার ফিরে আসুক। সিয়াম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। ভাইয়া আজ আপনি সিয়াম ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুর্দান্ত একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। খুব সুন্দর উপস্থাপনায় সিয়াম ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট দেখে। পোস্টটি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমেই সিয়াম ভাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার ভবিষ্যৎ জীবনের জন্য আরও অনেক দোয়া রইলো। আ তারপরে আপনার কথায় আসি আপনি ভাইয়ার জন্মদিন উপলক্ষে সহজ এবং সাবলীল ভাষায় গুছিয়ে তাকে উইশ করেছেন। এরকম উইশ নিশ্চয়ই ভাইয়ার অনেক ভালো লাগছে।
প্রথমে সিয়াম ভাইয়ার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় এবং সফল হোক। আপনি সত্যিই একজন অনুপ্রেরণার উৎস, আপনার কর্মকাণ্ড ও মনোভাব আমাদের জন্য অনেক কিছু শিখার। এই বিশেষ দিনে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সিয়াম ভাইয়ের জন্মদিন উপলক্ষে পোস্ট শেয়ার করার জন্য।
প্রথমেই সিয়াম ভাইয়াকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিয়াম ভাইয়ার শুভ জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের জন্য উপহার দিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। যাহোক সিয়াম ভাইয়ের এই শুভদিনটি, তার জীবনে বারবার ফিরে আসুক এমনটাই আমি প্রত্যাশা করি। শুভ জন্মদিন সিয়াম ভাইয়া।