জেনারেল রাইটিং।। কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) এর আরো কিছু অজানা তথ্য।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গত পর্বে বেশ কিছু কথা শেয়ার করেছিলাম। আজকে আরো বিস্তারিত আলোচনা করবো। মানুষের চিন্তা চেতনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে সেটআপ করার পদ্ধতিটাই মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। যেমন: LPSP,prolog,C++,CLISP এগুলোই বহুল পরিচিত। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক বলা হয় অ্যালান টুরিংকে (Alan Turning)। তিনি 1950 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর যে গবেষণাটা করেছিলেন তাকে টুর্নিং টেস্ট(Turning Test) বলা হয়ে থাকে।
আর তারপরের বছর তথা ১৯৫১ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় গেইম কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব ঘটে। তারপরে যতদূর সম্ভব মনে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম একাডেমিক ডিসিপ্লিন তৈরি হয় ১৯৫৬ সালের দিকে। আর ১৯৫৬-৭৪ সাল পর্যন্ত এই পুরো সময়টাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়। আর তৎকালীন সময় থেকেই এসিএম (association for computing michinery) কর্তৃক A,M এওয়ার্ড চালু করেছিলো।
একটি মজার ঘটনা হলো ১৯৮৯ সালের দিকে dean promarleau এমন একটি গাড়ি তৈরি করেন যেটা ড্রাইভার ছাড়াই নিজে নিজে চলতে পারতো। মোটকথা কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সর্ব ক্ষেত্রেই অসামান্য। জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, মনোবিজ্ঞান, গণিত এবং ভাষাতত্ত্ব সহ সর্বক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান অকল্পনীয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কিছু শ্রেণীবিভাগ রয়েছে যেমন কগনিটিভ সাইন্স, রোবটিক্স এবং ন্যাচারাল ইন্টারফেস। যাই হোক এই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো পোস্টে শেয়ার করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1896041118065897762?t=ACy-IbqQSJOs4YrGEiG9og&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.