কবিতা পোস্ট।।এক গুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
Source
অসুস্থতার মধ্যেই এখনো সময় কাটতেছে। খুব বেশি একটা কথা বললেই মাথার মধ্যে প্রচুর যন্ত্রণা অনুভব হচ্ছে। এখনো অসুস্থতার মধ্যেই দিন যাপন করতেছি। তারপরেও আপনাদের মাঝে কয়েকটি অণু কবিতা লিখে শেয়ার করলাম। অনু কবিতা গুলির মধ্যে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেন্দ্র করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছে। এখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে নিজের দুনিয়া মনে করে। চলুন অনু কবিতা গুলি পড়ে নেওয়া যাক....
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
শোনো গো,
প্রাণের থেকেও প্রিয়
ও আমার প্রেম প্রেয়সী,
এ ধরায় আমি তোমায়
সীমাহীন ভালোবাসি।
তোমার বাকা ঠোঁটের ঐ হাসি
করেছে আমায় উতলা,
তাইতো ভাবি,আমি দিবানিশি
কবে পাবো তোমার দেখা।
📝অনু কবিতা নং:-২📝
এক আকাশ স্বপ্ন নিয়ে
খুঁজে চলেছি তোমাকে আমি;
যবে মোদের আলাপন হবে
চুপটি করে বলবো তোমাকে
প্রিয়,তোমারে ভীষণ ভালোবাসি।
হৃদয়ের গহীনে রেখেছি তোমায়
যতনে মনের মণিকোঠায়,
হারাতে কুভুও দিবো নাকো
যদিও সব,বিলীন হয়ে যায়।
📝অনু কবিতা নং:-৩📝
ডিয়ার ড্রিম কুইন,
তোমার টানা টানা ঐ হরিণী চোখের রূপ
যেনো পরীদের কেও হার মানাবে,
কাজল কালো ঐ কেশের মুগ্ধময় রূপ
দেখে,মেঘেরাও লজ্জায় মুখ লুকাবে।
তোমার মুখের মুগ্ধতা
দেখে পরীরাও পাবে লজ্জা।
তুমি মানুষ টা আমার ভীষণ দামি
ঐ খোদা জানে তোমায় কতখানি ভালোবাসি।
ওগো প্রিয়তমা, বলোনা!
কবে দিবে এই অভাগারে দেখা?
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
এই অনু কবিতাগুলো সত্যিই হৃদয়স্পর্শী এবং প্রেমের গভীর অনুভূতিকে সুন্দরভাবে প্রকাশ করেছে। প্রথম কবিতায় প্রেমিকার প্রতি এক অবিরাম ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে, যেখানে বাকা ঠোঁটের হাসি এবং দেখা পাওয়ার আকাঙ্ক্ষা সজীবভাবে চিত্রিত হয়েছে। দ্বিতীয় কবিতায়, স্বপ্নের মাঝে প্রিয়াকে খোঁজার চেষ্টার পাশাপাশি, গভীর ভালোবাসার সঞ্চয়ও প্রকাশিত হয়েছে, যা হৃদয়ের গহীনে একান্তভাবে রাখা হয়েছে। তৃতীয় কবিতায়, প্রিয়তমার সৌন্দর্য এবং তার চোখের মুগ্ধতা, সেই সঙ্গে মনের গহীন ভালোবাসা প্রকাশ করা হয়েছে, যা প্রেমের চিরন্তন রূপকে স্পষ্ট করে তোলে। কবিতাগুলোর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ এবং ভালোবাসার চিরন্তন পবিত্রতা ফুটে উঠেছে, যা আবেগ প্রবণ করছে।
https://x.com/mdetshahidislam/status/1887830835707146464?t=CPv7dMc26bzu9NvrJYXBBw&s=19
Deily task,,
আপনার নিজের লেখা বেশ কয়েকটি অনু কবিতা নিজেই আবৃত্তি করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করার অনুভূতি অন্যরকম। যাইহোক, আপনার কন্ঠে এতো সুন্দর কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে।
বাহ দারুন কবিতা লিখেছেন আপনি। আপনার ড্রিম কুইন কে নিয়ে লেখা কবিতা গুলো চমৎকার হয়েছে। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর ভাবে লিখেছেন। রোমান্টিক এই কবিতা গুলো পড়তে ভালই লাগে। খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ এত আবেগ নিয়ে কবিতা লিখলেন। প্রথম কবিতাটি বেশ আবেগময় ছিল। প্রিয় মানুষের সাথে এত আবেগ দিয়ে লেখা কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। প্রতিটি অনু কবিতা আমার কাছে দারুন লেগেছে। আপনি তো দেখছি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতা লিখতে পারেন। আশা করি আরো সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো।
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি আশা করছি খুব তাড়াতাড়ি আপনি অসুস্থতা থেকে বেরিয়ে আসবেন এবং সুস্থ হয়ে উঠবেন। অসুস্থতার মাঝেও এত সুন্দর সুন্দর কিছু কোন কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ন খুবই ভালো লাগলো। আপনার এই কাজটি দেখে অনেক অনুপ্রাণিত হলাম। আপনার প্রতিটা অনু কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন হয়েছে আপনার কোন কবিতাগুলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ, ভাইয়া আপনি তো দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগলো। ছোট ছোট অনু কবিতা গুলো করতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার লেখা তিনটি কবিতায় চমৎকার হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি প্রফেশনাল কবি না হলেও দারুণ দারুণ কবিতা লিখেন ভাই। আপনার লেখা কবিতা গুলো মাঝে মধ্যে পড়া হয়। যাইহোক আপনার আজকের কবিতা টি পড়ে ভীষণ ভালো লাগলো।৩ নাম্বার অনু কবিতা টি অসাধারণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।