//Superwalk এর আমার গত এক সপ্তাহের এক্টিভিটিস//চতুর্থ সপ্তাহ//
❤️আসসালামু আলাইকুম ❤️ |
---|
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
দেখতে দেখতে সুপার ওয়াক এ আমার আরো একটি সপ্তাহ কমপ্লিট হয়ে গেলো।এই সপ্তাহ নিয়ে আমার সুপার ওয়াক এ মোট চার সপ্তাহ কমপ্লিট করে ফেললাম।বর্তমান অনেক ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি। বয়স যতটা বাড়ছে জীবনের পথ চলটাও কঠিন হয়ে যাচ্ছে কত পরিশ্রম করে চলতে হচ্ছে সেটা একমাত্র আমি জানি।সকাল বেলা ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে কোনটা ছেড়ে কোন কাজ টা করব তার ঠিক খুঁজে বের করতে পাচ্ছিনা।ইদানিং আব্বুর শরীরটাও তেমন একটা ভালো নেই ।বয়স হয়ে গেছে তার ওপর আবার শীতের প্রকোপ চলছে।আমাদের উত্তর বঙ্গে গত দুদিন ধরে প্রচুর পরিমাণের শীতের আদ্রতা বেড়েই চলেছে ।আবহাওয়া অফিস এবং ফোনের ওয়েদার অ্যাপ্লিকেশন টা দিনে অন্তত দুবার করে দেখতেছি।বিশেষ করে আব্বুর শরীরের দিক টাকে খেয়াল করে।যাইহোক চলুন এইবার মুল কথায় আসা যাক।গত এক সপ্তাহের সুপার ওয়াক এর এক্টিভিটিস রিপোর্ট আমি আপনাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করলাম।
উপরে আপনাদের মাঝে গত সপ্তাহের প্রথম তিন দিনের সুপার ওয়াক অ্যাপ্লিকেশন এর রিপোর্ট অনুযায়ী এক্টিভিটিস স্ক্রিনশট এর মাধ্যমে শেয়ার করেছি।নিয়মিত হাঁটাহাঁটির এক্টিভিটিস টা এক রকম থাকেনা।কোনোদিন কাজের জন্যে দৌড়ের ওপর থাকতে হয় আবার কোনোদিন অসুস্থতার জন্য বসে থাকতে হয় বাসায়।যার ফলে আমার এক্টিভিটিস একই রকম থাকেনা। যেমন গত সপ্তাহের প্রথম দিনে আমি সুপার ওয়াক এর রিপোর্ট অনুযায়ী ৩৫৮১স্টেপ হেঁটেছিলাম।দ্বিতীয় দিনে ৭১৯৮ স্টেপ হেঁটেছিলাম এবং তৃতীয় দিনে ৫৭৩৬ স্টেপ হেঁটেছিলাম।মজার বিষয় হলো এই স্টেপ গুলো ক্লাইম করার সময় দু ধরনের কয়েন দিয়ে থাকে সেগুলো দিয়ে আবার ড্র তে অ্যাটেন্ড ও করা যায় ।
গত সপ্তাহের চতুর্থ,পঞ্চম,ষষ্ঠ দিনে সুপার ওয়াক এর রিপোর্ট অনুযায়ী আমি চতুর্থ দিনে হেঁটেছিলাম ৬১৭৫ স্টেপ। পঞ্চম দিনে হেঁটেছিলাম ৬৮৬২ স্টেপ এবং ষষ্ঠ দিনে হেঁটেছিলাম 5991 স্টেপ।
এখন আপনাদের মাঝে শেয়ার করলাম গত সপ্তাহের সপ্তম দিনের সুপার ওয়াক এর হাঁটাহাঁটির রিপোর্ট।সপ্তম দিনে হেঁটেছিলাম ৬৯৯৬ স্টেপ।এই ছিল আমার সুপার ওয়াক এর গত এক সপ্তাহের সুপার ওয়াক এর এক্টিভিটিস রিপোর্ট।আজকের মত এখানেই শেষ করতেছি।আল্লাহ হাফেজ।
........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি ডেইলি টাস্ক পূর্ণ করার স্ক্রিনশট দিব তবে দশটার পর এখন আমি একটু বাইরে আছি কাজে।
https://x.com/mdetshahidislam/status/1877328309983523119?t=vzwynY5ho8g2epufVhar0Q&s=19
আপনি আপনার গত সপ্তাহের সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটি অনেক সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন। আপনি গত সপ্তাহের সাত দিনে মোটামুটি হাঁটাহাঁটি করেছেন। আপনি গত সাত দিনের দ্বিতীয় দিনে একটু বেশি হাঁটাহাঁটি করেছেন । আমাদের সবার উচিৎ নিয়মিত হাঁটাহাঁটি করা। আসলে নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে মন ও ভালো থাকে। আপনি আপনার একটিভিটিস বজায় রাখেন, আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার চতুর্থ সপ্তাহের একটিভিটিস দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দরভাবে আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন সারা সপ্তাহের কার্যক্রম এর স্ক্রিনশট। দেখে ভালো লাগলো আপনি একটিভ রয়েছেন এই কাজে। আমারও বেশ হাটাহাটি হয়ে যায় এজন্য।
দৈনন্দিন এই কাজটা আমাদের ব্যায়ামের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কখন কতটুকু হাঁটাহাঁটি হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর ভাবেই আমরা বুঝতে পারছি। তেমনি গত সপ্তাহ আপনি কেমন পারফরম্যান্স করেছেন তা খুব সুন্দর ভাবেই অনুভব করতে পারছেন আর আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি মনে করি এটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেটার।
হাঁটাহাঁটির মাধ্যমে এক সপ্তাহের খুব সুন্দর এক্টিভিটিস শেয়ার করেছেন। আপনার এই এক্টিভিটিস দেখে খুব ভালো লেগেছে। সুপার ওয়াক অ্যাপের মাধ্যমে এখন সবার ব্যায়ামের প্রবণতা বেড়ে গিয়েছে। এভাবেই এক্টিভিটিস বজায় রেখে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।
গত কালকের টাস্ক।