কবিতা আবৃতি।।জীবন সায়াহ্ন।। শ্রদ্ধেয় rme দাদা।।
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কিছু কথা:
আমি অফলাইনে যদিও বা বেশ কয়েক জায়গায় কবিতা আবৃত্তি করেছি কিন্তু অনলাইনে বা আমাদের কমিউনিটিতে কখনো আবৃত্তি করা হয়ে ওঠেনি। আজকেই প্রথম আবৃত্তি শুরু করলাম। হয়তো বা আপনাদের মনের মত করে আবৃত্তি করতে পারবো না বা সবকিছু ঠিকঠাক মতো করতে পারব না তাই আশা করছি ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ এটাও সত্য যে চেষ্টা করতে করতেই একদিন ভালোভাবে আবৃতি করতে পারবো। এই প্রত্যাশায় জীবনের পথ এগিয়ে চলা। আবৃতি প্রকৃতপক্ষে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। কেননা আবৃত্তি থেকে কবিতার ভাব গুলো চরমভাবে বোঝা যায়। আমার মন খারাপ থাকলে আমি বেশ কয়েকটি কাজ করে থাকি তার মধ্যে কবিতা আবৃত্তি অন্যতম। অনেক কথাই বলে ফেললাম, চলুন এবার আবৃত্তিতে ফিরে যাওয়া যাক। আমি আমার সর্বস্ব দিয়ে ভালোভাবে আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
•কবিতার নাম:❀ জীবন সায়াহ্ন ❀
•লেখক : শ্রদ্ধেয়@rme দাদা
•আবৃতি : মোঃ শাহিদ ইসলাম
❀ জীবন সায়াহ্ন ❀
আমার পুরো সন্ধ্যাটা কেটে যায়
স্টেশনে বসে হরেক রকম মানুষ দেখে ।
জনসমুদ্রে উত্তাল আহ্বান ,
আমার জীবন মোহনায় ।
আটকে আছে আকস্মিক ব্যবধান;
বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দেখি ।
কোথায় ছাপা হয়,আমার ব্যর্থতার ছবি?
আমি এক সৈনিক জীবনের রণক্ষেত্রে;
শুধু আমি নই তুমি আমি আমরা সবাই,
লড়ে যাচ্ছি যে যার মতো করে ।
শুধু জিততে হবে বলে নয়,
পরাজয়ের গ্লানিতে করি না ভয় ।
যুদ্ধটাই আসল লড়ে যেতে হয়।
যে নাবিক হারিয়েছে দিশা
মাঝ সমুদ্রের নির্জনতায় ।
তাকে আর কি দুঃসংবাদ দেবে?
অনেক আগেই মরে গেছে ,
তার ইচ্ছেরা ভীষণ লবণাক্ততায়।
┊
┊
┊
বেশ রাত হয়ে এলো আঁধার বাড়ছে,
এখন বাড়ি ফেরার পালা;
সময়ের সাথে চলে যাবে,
আমার না বলা অসংখ্য কথা।
┊
জীবন সায়াহ্ন, কবিতাটির মধ্যে আমি যেটা বুঝতে পারলাম, আমাদের জীবনটা একটা রণক্ষেত্র। এখানে ভয়ের চিন্তা করে এই যুদ্ধক্ষেত্রে নামলে চলবে না। আর সব সময় জয়ের চিন্তা করলেও চলবে না। মনে রাখতে হবে জীবন যুদ্ধ নামক রণক্ষেত্রে যুদ্ধটাই আসল আমাদের কাছে । এখানে শুধু জয়ের চিন্তা করলে হবে না। আর যে ব্যক্তি এই জীবন যুদ্ধের মাঝখানে যেয়ে নিজের আত্মশক্তিকে হারিয়ে ফেলেছে তাকে আর মিথ্যে সান্ত্বনা দিয়ে কোন লাভ নেই কেননা সে আধারের ঘোরে হারিয়ে যাবে এমনিতেই। দিনের পর দিন রাতের পর রাত পেরিয়ে যায় তবুও আমাদের জীবনের চরম সাফল্য আমরা অর্জন করতে পারিনা। কেননা জীবনটা আসলেই একটি রহস্যময় রণক্ষেত্র। যেখানে কেবলমাত্র মৃত্যু দিয়েই সবকিছু সমাপ্তি ঘটবে কিন্তু না বলা অনেক কথাই থেকে যাবে।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
খুব ভালো লাগলো আপনার কন্ঠে সুন্দর একটি কবিতা আবৃতি করতে দেখে। দাদা লেখা কবিতা আপনি আমাদের মাঝে আবৃত্তি করে শুনেছেন। চমৎকার হয়েছে আপনার কন্ঠে আবৃত্তি করা। দেখা করব পরবর্তীতে আমার সুন্দর কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হবেন।
আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে কবিতা আবৃতিটি করার জন্য এবং আপনাদের মাঝে উপস্থাপন করেছি। দাদার কবিতা অসাধারণ। যাই হোক চমৎকারভাবে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
দাদার লেখা কবিতাটি আপনার কন্ঠে শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। বরাবরই দাদা অনেক ভালো কবিতা লিখেন। আপনিও চেষ্টা করেছেন ভালো করে আবৃত্তি করার জন্য। অনেক অনেক শুভকামনা।
আসলেই এটা বিঘত সত্য যে দাদা চমৎকার কবিতা লিখে থাকেন। আপনিও কিন্তু দারুন দারুন কবিতা লিখে থাকেন আপু। যাইহোক আপনাদের থেকে উৎসাহ পেয়েই সামনের দিকে এগিয়ে চলা। কমেন্টের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।