📸 ফটোগ্রাফি পোস্ট 📸 রেনডম সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।📸
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতো পারেন। আর ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোন সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নেই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিও বা প্রফেশনাল ফটোগ্রাফার না কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
আলু শাক।
- আলু আমরা সবাই চিনি কিন্তু অনেকেই আছেন আলুর গাছ চিনেন না।বিশেষ করে যারা শহরে থাকেন তারা আলু গাছ সম্পর্কে অজানা।তবে জেনে হয়তো অবাক হবেন আলুর গাছ কেও শাক হিসেবে খাওয়া যায়।এই আলু শাকের মধ্যে অনেক পুষ্টি গুনাগুন রয়েছে।তবে এখন প্রতিনিয়ত আলুর জমিতে কীটনাশক ব্যবহার করার কারণে আলু শাক খাওয়া নিষেধ।
📸ফটোগ্রাফি দুই📸:
মেঠো পথ
- চারিদিকে সবুজ আর সবুজ মাঝখান দিয়ে সরু,চিকন রাস্তা হলে সেই রাস্তা দিয়ে হেটে যেতে কেমন লাগবে আপনাদের?আমার তো এরকম পথ গুলো দিয়ে চলাচল করতে খুবই ভালো লাগে।উপরের মেঠো পথের ফটোগ্রাফি টা করেছিলাম কৃষকদের আলুর জমি থেকে।
📸ফটোগ্রাফি তিন📸:
সবুজের মাঝে বট গাছ
- দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ।চতুর্দিকে শুধু ফসল আর ফসল মাঝখানে একা একক ভাবে দাঁড়িয়ে আছে একটি বট গাছ।দেখতেই যেনো চমৎকার দেখাচ্ছে।গরমকালে একমাত্র ছায়া প্রদানকারী এই বট গাছটাই কৃষকদের একমাত্র সহায় থাকে।এই ফটোগ্রাফি টাও করেছিলাম কৃষকদের জমিতে ঘুরতে গিয়ে।
📸ফটোগ্রাফি চার📸:
সরিষা গাছ।
- সরিষা ফুল তো অনেকেই দেখেছেন কিন্তু সরিষা বা সরিষার পূর্ণাঙ্গ গাছ কি দেখেছেন আপনারা? তবে যারা গ্রামে বসবাস করেন তার প্রত্যেকেই এই জিনিসটাকে দেখে থাকেন। আমার উপরের ফটোগ্রাফিতে একটি সরিষার গাছ রয়েছে এটি শুকিয়ে যাবে তারপর কৃষকরা তাদের বাসায় নিয়ে যাবে। এককভাবে একটি সরিষার গাছের ফটোগ্রাফী শেয়ার করলাম।
📸ফটোগ্রাফি পাঁচ📸:
মুকুলসহ আম গাছ।
- কিছুদিন আগেই আপনাদের সাথে আমের মুকুলের একটি ভিডিওগ্রফি শেয়ার করেছিলাম।তবে সেটি ছিলো কাটিমন আমের।আর আজকে আপনার মাঝে মূকুলসহ আম গাছের ফটোগ্রাফি শেয়ার করলাম।এটি হচ্ছে আমাদের রংপুরের বিশ্বখ্যাত হাড়িভাঙ্গা আমের গাছ ও মুকুল।
📸ফটোগ্রাফি ছয়📸:
বরেন্দ্রর সেচ নল।
- এইবারের যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি শহরের মধ্যে কখনোই দেখা যাবেনা।অনেকেই অনেক কিছু ভাবতে পারেন এই ফটোগ্রাফি টি নিয়ে।তবে এটি হলো বরেন্দ্রর সেচ নল।যারা গ্রামে থাকেন তারা প্রত্যেকেই এটির সাথে ভালোভাবেই পরিচিত।
📸ফটোগ্রাফি সাত📸:
ভুট্টা গাছ।
- ফটোগ্রাফির একেবারে অন্তিম সময়ে শেয়ার করেছি একটি ভুট্টা গাছের ফটোগ্রাফি। বর্তমান কৃষকদের জমিতে ব্যাপক হারে ভুট্টা গাছ লাগিয়েছে। কিছুদিন পর সেগুলো অনেক বড় আকার ধারণ করবে। তারপর সেগুলো থেকে ভুট্টা হবে। তারপর সেগুলো বাজারজাত করবে। আর এই ভুট্টা থেকেই বিভিন্ন ময়দা এবং ভারী খাবারগুলি তৈরি হয়ে থাকে। তবে ভুট্টা গাছের একেবারে ছোট সময়ের একটি ফটোগ্রাফি শেয়ার করলাম।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ডেইলি টাস্ক প্রুফ
![1000010946.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfBzUfiJ86U4YQCjtsKRvBMrySbY6s6rS2Aw1ocVNUXzK/1000010946.jpg)
https://x.com/mdetshahidislam/status/1886999205761442050?t=sRpnTJLwHluPFPgE6EPq_g&s=19
ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আজকে। প্রত্যেকটি ফটোগ্রাফি এক কথায় অসাধারণ রয়েছে। গ্রামীনে সব দৃশ্যগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আমিও মাঝেমধ্যে এ ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
রেনডম সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমাকে মুগ্ধ করেছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে।
আসলে সরিষা ফুল দেখা হলেও এরকম সরিষা গাছ কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফিতে আজকে দেখে ভালো লাগলো। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন ছিল। গ্রামীন মেঠো পথের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে প্রকৃতির সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
খুব সুন্দর করে আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতিক দৃশ্যগুলো তুলে ধরেছেন। দেখে খুব ভালো লাগছে এবং সতেজ এই ফটোগ্রাফি গুলো দেখে সবারই ভালো লাগবে। ধন্যবাদ খুব যথাযথ বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো আমাদের সবার সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করে দেখিয়েছেন ভাইয়া। এরকম ফসলের মাঠ, প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করলে অনেক ভালো লাগে। খুবই খুশি হলাম আপনার চমৎকার সব ফটোগ্রাফি গুলো দেখতে পেরে।
এককথায় দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। এই ধরনের ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে মেঠো পথের ফটোগ্রাফিটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার আজকের এই সবুজে ঘেরা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। সবুজের সৌন্দর্য গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেন।ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি যেভাবে এই অসাধারণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন তা যেরকম আপনার ফটোগ্রাফির দক্ষতাকে শেয়ার করেছে তেমনি এখানে প্রথমেই আপনি যে আলুর শাকের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আমার অনেক ভালো লেগেছে৷