।।নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। পর্ব-৮
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ৮ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | 19 মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
গরিবের লড়াই নাটকের এই পর্বে শুরুতেই দেখতে পারবেন মোড়ল বাড়ির লোকেরা সোহাগ এবং তার বাবার রিক্সা আটক করে রিমাকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে তখনই গ্রামবাসী ছুটে আসে লাঠি নিয়ে মোড়ল বাড়ির লোকদের লাঠি ধাওয়া করে সেখান থেকে তাড়িয়ে দেয় ।এই কথা গ্রামের একজন সোহাগের মা এবং বোনকে আগে গিয়ে বাসায় বলে আসে যে সোহাগ মোড়ল বাড়ির মেয়েকে বিয়ে করে করে নিয়ে আসতেছে। এই কথা শুনে সোহাগের মা এবং বোন ভীষণ খুশি হয়। তারা সোহাগের বাসায় আসার জন্য অপেক্ষা করে।
ওদিকে মোড়ল এবং মোড়ল বাড়ির লোকজন রাগে লজ্জায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের সম্মান মাটির সাথে ধুলোয় মিশে গেল। ক্ষমতা হারিয়ে গেল। তাই তারা সোহাগ এবং সোহাগের বাবার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র তৈরি করে। অপরদিকে সোহাগের বাড়িতে গ্রামবাসী সকলে মিলে মোড়ল বাড়ির মেয়েকে সোহাগের বউ করে নিয়ে আসে। গ্রামবাসী সবাই মিলে আহলাদে আটখানা। মোড়ল বাড়িতে মোড়ল সাহেব তার মেয়েকে রিকশাওয়ালার বাড়ির ছেলের বউ হয়ে যেতে দেখে রাগে জ্বলে যাচ্ছিল। তাই বাড়ির সবাইকে ডেকে বের করে জিজ্ঞাসা করতেছে কার সাহায্য নিয়ে রিমা আগেই বিয়ে করেছিল। কিন্তু কেউ স্বীকার করে না। মোড়ল মশাই বলে আমি ঠিকই খুঁজে বের করব তখন শাস্তি কারে কয় বুঝবা সবাই।
এদিকে রাত্রে রিমা সোহাগ, সোহাগের মা বাবা সবাই বসে গল্প করছিল। তাদের খোশ গল্প। এক পর্যায়ে রিমা এবং সোহাগকে তাদের বিবাহ জীবনের শুভকামনা জানিয়ে তাদের রুম থেকে সোহাগের মা এবং বাবা বেরিয়ে আসে। মোড়ল বাড়িতে সুরুজ রিমাকে না পাওয়ার আক্ষেপ করে বসে থাকে। সে বলে রিমাকে রিক্সাওয়ালার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে নইলে অন্য কোথাও বিয়ে করবে না। আবার সুরুজের বাবা সুরুজের মাকে সন্দেহ করে যে রিমার সাথে সোহাগের বিয়েতে সুরুজের মায়ের হাত ছিল কিনা। কিন্তু সুরুজের মা বলে আমি জড়িত ছিলাম না।
পরের দিন সকালবেলা সোহাগ এর বাসায় সবাই বসে নাস্তা করছিল আনন্দে। আর মোড়ল বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। রিমার মা সুলতানা কে বলে তুইও রিমার মত করিস না। তোর বাপ চাচার সম্মানের চিন্তা করিস। সুলতানা বলে আমি এমন করবো না। মোড়ল বাড়িতে পুনরায় রাতে বৈঠক বসে কিভাবে রিক্সাওয়ালাকে শায়েস্তা করা যায়। রিক্সাওয়ালাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে বলে মোড়ল সাহেব। হঠাৎ করে বিকেল বেলা রিমার মন খারাপ হয়ে যায়। তখন বলে সোহাগ কে যে তার ছোট আম্মাকে দেখার খুব ইচ্ছা করতেছে। রাতে সোহাগ রিমাকে তার ছোট আম্মার লগে দেখা করানোর জন্য রাত্রে নিয়ে যায় মোড়ল বাড়িতে।ঠিক তখনিই সুরুজের বাবা তাদের ধরে ফেলে। এখানেই নাটকটি এই পর্ব শেষ হয়ে যায়। পরবর্তী পর্বে দেখা যাক কি ঘটে। ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
আগের পর্ব গুলোর মতই আমার কাছে এই পর্বটিও ভীষণ ভালো লেগেছে। ঈগল টিমের নাটকগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই ধনী-গরীবের লড়াই নাটকটি আমি রিভিউ শুরু করি আজকে অষ্টম পর্ব রিভিউ করে ফেললাম। এখানে রিমা সোহাগের সাথে মোড়ল বাড়ি ছেড়ে চলে আসে যেখানে মোড়ল বাড়ির কেউই যাচ্ছিল না সোহাগের সাথে রিমাকে বিয়ে দিতে। কিন্তু পুলিশের সহযোগিতা নিয়ে সোহাগের বাবা সোহাগের বউ হিসেবে রিমাকে মোড়ল বাড়ি থেকে নিয়ে আসে। কিন্তু রাস্তায় তাদের উপর মোড়ল বাড়ির লোক ঝাঁপিয়ে পড়ে। গ্রামবাসী তাদের উদ্ধার করে। একসময় রিমা, সোহাগ মোড়ল বাড়িতে রিমার ছোট আম্মুর সাথে দেখা করতে যায় তখনই সুরুজের বাবার কাছে ধরা পড়ে যায়। দেখা যাক পরবর্তী পর্বে কি ঘরটা চলেছে।
........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
দারুণ একটি নাটক রিভিউ শেয়ার করলেন ভাইয়া। নাটকের নামটি দারুণ হয়েছে। আসলে আমাদের এই প্রকৃতিতে ধনী গরিবের লড়াই প্রতিনিয়ত চলতে থাকবে। বাস্তব জগতে আমরা ধনী গরিবের লড়াই প্রতিনিয়ত দেখতে পাই। কিন্তু খুব সুন্দর একটি বিষয় নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। নাটকটি দেখে ভালো লাগলো।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ধনী গরিবের লড়াই দারুন একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। এই নাটকটির আমি কিছু কিছু পর্ব দেখেছি। আজকে আপনি অষ্টম পর্ব শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার নাটক রিভিউ পড়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
অনেক ভালো লেগেছে আমার কাছে ধনী গরিবের লড়াই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।
খুব সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। ধনী গরিবের লড়াই নাটকের অষ্টম তম পর্ব রিভিউ করে দেখিয়েছেন। বেশ অনেক কিছু দেখাও জানার সুযোগ পেলাম।
https://x.com/mdetshahidislam/status/1876922129817505930?t=c7IScEdTnBMkt6JgXjp0SQ&s=19
আপনি ধনী গরীবের লড়াই নাটকের অষ্টম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই নাটকটা আমার দেখা হয়েছে। এই নাটকটা সত্যি অনেক বেশি সুন্দর। বিশেষ করে নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে এই পর্বটা খুব দারুন লেগেছে রিভিউর মাধ্যমে পড়ে।
ডেইলি টাস্ক প্রুফ:
ধনী গরিবের লড়াই আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। এই নাটকটি বেশ দুর্দান্ত। নাটকের মাঝে সমাজের কিছু বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আপনার নাটক রিভিউ বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।
ধনী গরিবের লড়াই নাটক টা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বেশ কয়েকটা পর্ব এই নাটকের দেখেছি। আজকে আপনি অনেক সুন্দর ভাবে এই নাটকের আরও একটি পর্ব আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার রিভিউ পড়ে।