🎂🎂শুভ জন্মদিন শ্রদ্ধেয় তনুজা বৌদি🎂🎂।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
art credit by @srshelly0399
প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভ জন্মদিন শ্রদ্ধেয়@tanujaবৌদি। দেখতে দেখতে জীবনের অনেক গুলি অধ্যায় অতিক্রম করে বর্তমান সময়ে অবস্থান করছেন। এরই মাঝে জীবনে কতগুলো অধ্যায় অতিক্রম করে এসেছেন তা আমাদের অজানা। শুধু আমাদেরই নয় আপনারও নিজের জীবনে ঘটে যাওয়া অনেক মুহূর্ত হয়তো বা বেখেয়াল হয়ে গেছে। সে সকল অতীত গুলো ভুলে গিয়ে বর্তমানে আমাদের সাথে থেকে যাবেন এই প্রত্যাশাই ব্যক্ত করছি আপনার কাছে।
জন্মদিন মানেই জীবন থেকে আরও একটি বছর গত হয়ে যাওয়া। আর এই একটি বছরে নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে চলে আসতে হয়। ঠিক তেমনিভাবে আপনার জীবনেও আরও একটি বছর গত হয়ে গেল। তবে আমি আশা ব্যক্ত করছি এটাই, আপনার জীবন থেকে গত হয়ে যাওয়া সময়গুলো থেকে আগামীর জীবন গুলো হোক শান্তিময় এবং সুখে সমৃদ্ধিতে ভরপুর।
আপনার জীবনে বারবার এই দিনটি ফিরে আসুক। জীবনে এরকম ভাবেই আনন্দ উল্লাসের সাথে এভাবেই মোমবাতি নেভানোর মধ্য দিয়ে পদচারণা করুন জীবনের নতুন অধ্যায়ে। যে অধ্যায়ে কাটা নয় থাকুক কেবলমাত্র ফুলের পাপড়ি বিছানো সুখ আর শান্তি।
আমার ব্যক্তিগতভাবে জানা নেই আমাদের কমিউনিটি এখনো অব্দি পরিচালনার জন্য আপনার কতটুকু কৃতিত্ব রয়েছে বা ছিল। কিন্তু আজকে যখন শ্রদ্ধেয় শুভ ভাইয়া হ্যাংআউটে কমিউনিটি,আজ এখনো অব্দি টিকে থাকার পিছনে আপনার অবদানটি ব্যক্ত করলেন, মনের মধ্যে তখন আপনার জন্য হৃদয় নিংড়ানো শ্রদ্ধার পরিস্ফুটিত ঘটলো।
আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে চাইবো আপনি এভাবেই আমাদের সাথে যুগ যুগ ধরে থেকে যান। যেন প্রতিবারই আমরা আপনাকে ভক্তিভরে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারি।
অসংখ্য তারার মতো উজ্জ্বল হোক আপনার জীবন। ফুলের মতোই নিষ্পাপ হোক আপনার জীবনের প্রতিটা মুহূর্ত। জীবনটা ভরে উঠুক আনন্দে উৎসবে এবং সুখের মধ্য দিয়ে। দুঃখরা সব চলে যাক অথোই দূরে। জীবনে প্রতিটা সময়ে যেভাবে শ্রদ্ধেয় বড় দাদার সাথে ছিলেন,সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে ।আগামীর দিনগুলো তার থেকেও গভীর এবং মায়াময় বন্ধনে আবদ্ধ হয়ে ভরে উঠুক। পরিশেষে আবারো জানাই জন্মদিনের শুভেচ্ছা শ্রদ্ধেয় বৌদি।
পিকচারটি ডিসকর্ড থেকে নেওয়া
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1879928437324030192?t=8kjwxoxU7iNWugcf4oMpPg&s=19
আমাদের শ্রদ্ধেয় বৌদির শুভ জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই। আপনার লেখাগুলো পড়ে সত্যি আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আমাদের শ্রদ্ধেয় বৌদির শুভ জন্মদিন দিনটি বারবার আমাদের মাঝে ফিরে আসবে।
বৌদির জন্মদিনে জানাই তাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি বৌদির জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে খুব সুন্দর লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। বৌদির দীর্ঘায়ু কামনা করি। দাদা এবং বৌদির একসাথে পথ চলা দীর্ঘ হোক।
প্রথমেই আমি আমাদের তানুজা বৌদিকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনার আগামী দিনের পথ চলা অনেক সুন্দর হোক। আপনি আপনার দুগ ছেলেকে এবং দাদাকে নিয়ে অনেক সুখে থাকেন। আপনার এবং আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি।
আপনি অনেক সুন্দর ভাবে বৌদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আপনি আপনার নিজের ভালোলাগার স্থান থেকে অনেক দোয়া ও শুভকামনা করেছেন। ভালো লাগলো আপনার এত সুন্দর অনুভূতি প্রকাশ করতে দেখে।