টার্গেট ডিসেম্বর সিজন-৫।।৫২ স্টিম পাওয়ার আপ।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
- প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরো একটি পোস্ট নিয়ে।আমার আজকের ব্লগ টি হচ্ছে পাওয়ার আপ সম্পর্কিত।আমরা সবাই জানি পাওয়ার আপ মানে হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি।নিজের শক্তিকে ত্বরান্বিত করা।আমার বাংলা ব্লগ এ সয়ংক্রিয় ভাবে কাজ করতে গেলে অবশ্যই আমাদের নিজস্ব শক্তির প্রয়োজন আছে।সে দিক থেকেই পাওয়ার আপ করা অতীব জরুরি একটি বিষয়। কেননা আমাদের একাউন্ট এবং নিজের কাজের ক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ অনেক বেশি গুরুত্ব বহন করে।আমাদের কমিউনিটির অনেকেই পাওয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত।তাদের থেকেই উৎসাহিত হয়ে আমিও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এসপি পাওয়ার আপ করে যাবো।আর সেই সাথে সকলকে পাওয়ার করার আহ্বান জানাচ্ছি।আমার আজকের পাওয়ার আপ এসপি পরিমাণ হলো 52স্টিম। বন্ধুরা আমি আজকে কিভাবে পাওয়ার আপ করলাম চলুন তার প্রসেস গুলি দেখে নেওয়া যাক।
👍পাওয়ার আপ প্রক্রিয়া চলমান👍
প্রথমে আমি আমার স্টিমিট ওয়ালেটে প্রবেশ করে আমার স্টিম ব্যালেন্সে কত স্টিম রয়েছে তা দেখে নিলাম। সেই সাথে আপনাদের মাঝে একটি ফটো শেয়ার করে নিলাম।
এরপরে স্টিম ব্যালেন্সের পাশে ড্রোপডাউন মেনুতে ক্লিক করবেন। ছোট একটি ট্যাব ওপেন হবে। সেখান হতে পাওয়ার আপ অপশনে চলে যাবেন।
এখন কত স্টিম পাওয়ার আপ করতে চাচ্ছি তা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো।
- নেক্সট বাটনে ক্লিক করলে উপরে দেখানো ফটোর মত একটি ইন্টারফেস শো করবে এখানে সবকিছু দেখে নিয়ে ওকে তে ক্লিক করুন।
- এরপরে উপরে দেখানো ফটোগ্রাফির মত একটি ইন্টারফেস শো করবে।এখানে এক্টিভ কী দিয়ে sing in এ ক্লিক করলেই পাওয়ার আপ কমপ্লিট হয়ে যাবে।
- এখন পাওয়ার আপ সম্পূর্ণ হওয়ার পরের ওয়ালেটের একটি স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করেছি।
বিবরণ | পরিমাণ |
---|---|
পূর্বের এসপি | ৭৮০ |
পাওয়ার আপ | ৫২ |
বর্তমান এসপি | ৮৩২ |
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আসলে এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের কোনো বিকল্প নেই। তাইতো আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। যাইহোক আপনি ৫২ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৮৩২+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Deily task proof:-
অনেক বড় একটি পাওয়ার আপ করলেন আপনি বেশ ভালো লাগলো দেখে। এভাবে যদি বড় বড় এমাউন্টের পাওয়ার আপ করেন খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যাবে। আশা করি খুব দ্রুততার সাথে আপনি একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।
পাওয়ার আপের সিদ্ধান্তটা সত্যিই প্রশংসনীয়! নিজেকে আরও শক্তিশালী করে তোলার এই প্রক্রিয়া কমিউনিটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৫২ স্টিম পাওয়ার আপ করে যে লক্ষ্য ঠিক করেছো, তা অবশ্যই অনুপ্রেরণাদায়ক। আশা করি, আপনার এই উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করছে ,সামনে আরও সফলতা কামনা রইলো ,ধন্যবাদ।
পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা যে কোন কাজে ধারাবাহিকতা ধরে রাখলে লক্ষ্যে পৌঁছাতে অনেক সুবিধা হয়। আজকে আপনি ৫২ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
https://x.com/mdetshahidislam/status/1894744451509297546?t=5kSXFMEeLbY3GhPlFOvVyg&s=19
বাহ আপনি তো দেখছি বড় এমাউন্টের ভালোই পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ করলে যেমন নিজের একাউন্টে অনেক সক্ষমতা বৃদ্ধি হয়। পাশাপাশি এখানে দীর্ঘমেয়াদি সুন্দরভাবে কাজ করার একটি পথ তৈরি হয়। আমি নিজেও পাওয়ার আপ করতে অনেক পছন্দ করি। আপনার আজকের পাওয়ার আপের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।
স্টিমিট প্লাটফর্মে যার যত বেশি পাওয়ার তার ততই বেশি শক্তি। আপনি আজকে ৫২ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। এই ভাবে পাওয়ার আপ বজায় রাখলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
পাওয়ার আপ করা ভীষণ জরুরী।পাওয়ার আপ করে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা খুব সহজ। আপনি আজ পাওয়ার আপ করলেন দেখে খুব ভালো লাগলো। ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই যদি সব সময় অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করি, তাহলে নিজেদের সক্ষমতা বেশি করে বৃদ্ধি করতে পারবো। আমরা পাওয়ার আপের মাধ্যমে অন্যদেরকেও পাওয়ার আপের প্রতি উৎসাহিত করতে পারবো। আমাদের সবাইকেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে সব সময়। তবে আমরা নিজেদের লক্ষ্য শীঘ্রই পূরণ করে নিতে পারবো। লক্ষ্য পূরণে পাওয়ার আপ সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একাউন্টঃ @shahid540
পাওয়ার বৃদ্ধিঃ = 6.66667%