আমার বাংলা ব্লগ।।কনটেস্ট -৬৮।।শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কভার ফটোটি টেবিল সিস্টেম ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া হয়েছে
সময়ের সাথে মিল রেখে অত্যন্ত চমৎকার একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। অনেকেই দেখলাম তাদের চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলি শেয়ার করেছেন। প্রত্যেকেই এতটাই চমৎকারভাবে ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি।
আমিও চলে আসলাম আপনাদের মাঝে কনটেস্ট উপলক্ষে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফিতে যদিও বা আমি তেমন একটা এক্সপার্ট নই তারপরেও যথেষ্ট চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলিকে সুন্দর করে করার জন্য।
ফুল হোক বা অন্য কোন জিনিসের ফটোগ্রাফি হোক যদি সেটা নীট এন্ড ক্লিন না হয় তাহলে দেখতে তেমন একটা মনোরঞ্জন লাগে না। কেননা ঘোলাটে জিনিস দেখলে চোখ যেন ঘোলা হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত ফটোগ্রাফি গুলিকে যথাসম্ভব পরিষ্কার করে উঠানো। চলুন বন্ধুরা আমার শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি এক:
সুইট উইলিয়াম ফুল।
- আমার অত্যন্ত পছন্দের একটি ফুলের নাম হচ্ছে সুইট উইলিয়াম ফুল। এই ফুলকে ভালোলাগার বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে অন্যতম হলো এই ফুলের পাপড়ি বৈশিষ্ট্য এবং কালার। ফুলটির কালার এবং পাপড়ি গুলো এতটাই দৃষ্টিনন্দন যে, যে কেউ দেখলেই পছন্দ করার পসিবিলিটি অনেক থাকে। আশা করি ফুলটি আপনাদেরও পছন্দ হয়েছে।
ফটোগ্রাফি দুই:
গাদা ফুল।
- শীতকালীন সময়ে গাঁদা ফুল আরেক নতুন সাজে রূপ নেয়। গাঁদা ফুলের সৌন্দর্য এবং সুগন্ধি নিয়ে কি আর বলবো আপনারা তো প্রত্যেকেই জানেন গাঁদা ফুলের সুগন্ধীর কথা। পছন্দের ফুল গুলির মধ্যে গাঁদা ফুল আমার কাছে অন্যতম এবং শীতকালীন ফুল হিসেবে সেরা ফুল গুলির মধ্য হতে একটি।
ফটোগ্রাফি তিন:
স্যালভিয়া ফুল।
- এই ফুলগুলি দেখতে একটু ভিন্ন রকম লাগে ।কেননা লম্বা ডাটার মধ্যে খুবই সৌন্দর্যমন্ডিতভাবে ডাটাটির চারিদিকে ছোট ছোট ফুল ফুটে থাকে। দেখতে অবশ্য চমৎকার দেখায়। শীতকালীন ফুল হিসেবে স্যালভিয়া ফুল কিন্তু অন্যতম। দেখতে দারুন দেখায় ।
ফটোগ্রাফি চার:
পালক ফুল।
- এই ফুলটিকে সাধারণত পালক ফুল বা মোরগঝুঁটি ফুল বলে সকলেই চিনে থাকে। এই ফুলের বৈজ্ঞানিক নাম হল Celosia plumosa। ফুলটির পাপড়ি গুলি একদম আকাশের দিকে থাকে। ঘন ঘন পাপড়ি এবং সুন্দর একটি কালার, এই ফুলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ফুলটির ফটোগ্রাফি করেছিলাম ফুলের নার্সারি থেকে।
ফটোগ্রাফি পাঁচ:
পট মেরিগোল্ড ফুল।
- পোর্ট মেরিগোল্ড ফুল।আমাদের দেশে মূলত বেশ কয়েক কালারের হয়ে থাকে তার মধ্যে আমি আপনাদের মাঝে উপরে তিনটি কালারের পট মেরিগোল্ড ফুল শেয়ার করেছি। মেরিগোল্ড ফুলের পাপড়ি গুলোর জন্যই এই ফুলের সৌন্দর্যতা দ্বিগুণ হয়েছে। শীতকালে সচরাচর এই ফুলকে দেখতে পাওয়া যায়।
ফটোগ্রাফি ছয়:
চিনা পিংক ফুল।
- বহুল পরিচিত এই ফুলটির নাম হচ্ছে চিনা পিংক। এই ফুলের বেশ কয়েকটি কালার রয়েছে। অনেকেই আবার এই ফুলকে ডায়ান্থাস প্রজাতির ফুল মনে করে থাকে। চিনা পিঙ্ক ফুলের লাল এবং সাদা কালারের দুটি ফুল এর ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুল ফুটে যাওয়ার পর বেশি দিন স্থায়ী হয় না। কিছুদিনের মধ্যেই ঝরে পড়ে যায়।
ফটোগ্রাফি সাত:
স্ন্যাপড্রাগন ফুল।
- স্ন্যাপড্রাগন ফুল,ফুলটির নাম শুনেই হয়তো বা আপনারা একটু অবাক হয়ে গেছেন। এই আজব নামের সাথে এই ফুলের চমৎকার একটি বৈশিষ্ট্য আছে। এই ফুলের বাগানের মালিকের থেকে যখন ফুলটির নাম শুনলাম তখন রীতিমতো আমি অবাক। জিজ্ঞেস করলাম এই ফুলের নাম এরকম কেন? তিনি বললেন এই ফুল শুকিয়ে যাওয়ার পর ঠিক মানুষের মাথার খুলির মত হয় সে কারণেই এই ফুলের নাম স্ন্যাপড্রাগন।
ফটোগ্রাফি আট:
ধনিয়া ফুল।
- এই ফুলটির নাম হচ্ছে ধনিয়া ফুল। তরকারির স্বাদ বাড়াতে সচারাচার আমরা ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ধনিয়া গাছের ও ফুল হয়ে থাকে? আর সেই ফুল থেকে ধুনিয়ার বীজ তৈরি হয়। যারা ধনিয়া ফুল দেখেনি তাদের দেখানোর জন্যই এই ফুলটি শেয়ার করা যদিও বা নগণ্য ফুল। আশা করি ভালো লেগেছে আপনাদের।
ফটোগ্রাফি নয়:
সিম ফুল।
- সিম তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু এই সিম গাছেরও চমৎকার ফুল হয়ে থাকে। সিম গাছের দুই রকমের ফুল হয়ে থাকে। দুই কালারের ফুলোই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। যেহেতু শীতকালের ফুলের ফটোগ্রাফি কনটেস্ট তাই সিম ফুলের ফটোগ্রাফি কোনোভাবেই মিস করা যাবে না।
ফটোগ্রাফি দশ:
ভারবেনা ফুল।
- এই ভারবেনা ফুলের ঠিক কতটা প্রজাতি রয়েছে সেটা আমারও অজানা। এখন পর্যন্ত মনে হয় ৭ প্রকারের ভারবেনা ফুল দেখেছি। কখনো কালারের ভিন্নতা থাকে আবার কখনো ফুলের গঠনের ভিন্নতা থাকে তো কখনো এই ভারবেনা ফুলের গাছের কমবেশি থাকে। সব মিলিয়ে শীতকালীন ফুল হিসেবে ভারবেনা ফুলের কয়েকটি ফটোগ্রাফি উপরে শেয়ার করলাম।
ফটোগ্রাফি এগারো:
টেগেট ইরেক্টা ফুল।
- টেগেট ইরেক্টা ফুলের মধ্যে যেমন সৌন্দর্যতা আছে তেমন সুগন্ধি বিদ্যমান। আবার পাপড়ি গুলো দেখতে ভীষণ সুন্দর। এই ফুলকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় বাজারে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে । টেগেট ইরেক্টা ফুল আমার পছন্দের ফুল গুলির মধ্য হতে একটি।
ফটোগ্রাফি বারো:
সরিষা ফুল।
১২ নং ফটোগ্রাফির শেষের ফটোটি redmi9a ডিভাইস দিয়ে তোলা।
- সরিষা ফুল বর্তমান সময়ে বহুল আলোচিত একটি ফুল। সেই সাথে সৌন্দর্যের অপূর্ব মায়া যেন জড়িয়ে আছে এই সরিষা ফুলের মধ্যে। বিশেষ করে কৃষকদের জমিতে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে বর্তমানে এই সরিষা ফুল। শীতকালকে আরো সৌন্দর্যমন্ডিত করে তোলে এই সরিষা ফুল।
ফটোগ্রাফি তেরো:
চন্দ্রমল্লিকা বা গ্র্যান্ডিফ্লোরাম ফুল।
১৩ নং ফটোগ্রাফি গুলি redmi9a ডিভাইস দিয়ে তোলা।
- এটি বিশেষ একটি ফুল। এই ফুলকে মানুষ সাধারণ দুই নামের চিনে থাকে। চন্দ্রমল্লিকা এবং গ্রান্ডিফ্লোরাম এই দুই নামেই এই ফুলকে মানুষ চেনে। তবে চন্দ্রমল্লিকা নামটি সবথেকে বহুল পরিচিত। শীতকালীন সময়ের ফুল গুলির মধ্য হতে এই ফুল অন্যতম।
ফটোগ্রাফি চৌদ্দ:
পট মেরিগোল্ড ফুল।
১৪ নং ফটোগ্রাফি গুলি redmi9a ডিভাইস দিয়ে তোলা।
- পট মেরিগোল্ড ফুল কমবেশি প্রত্যেকেই পছন্দ করে। যদিও বা উপরে এই ফুল এর আরো একটি জাত শেয়ার করেছি। কিন্তু পট মেরিগোল্ড ফুলের এই জাতটি সবথেকে বেশি জনপ্রিয়। শীতকালীন সময়ে এই ফুলের ব্যাপক পরিমাণ চাহিদা বিদ্যমান।
ফটোগ্রাফি পনেরো:
কসমস,চন্দ্রমল্লিকা ফুল।
১৫ নং ফটোগ্রাফি গুলি redmi9a ডিভাইস দিয়ে তোলা।
- শীতকালীন ফুলের ফটোগ্রাফির মধ্যে এইবার আপনাদের মাঝে তিন ধরনের তিনটি ফুলের ফটো শেয়ার করেছি। কসমস ফুলের একটি জাত এবং চন্দ্রমল্লিকা ফুলের দুইটি ভিন্ন জাতের ফুল। তিনটি ফুলের মধ্যে শীতকালীন তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান। আশা করি ফুল তিনটি আপনাদের ভালো লেগেছে।
ফটোগ্রাফি ষোলো:
গোলাপ ফুল।
- গোলাপ ফুল, আমার সব থেকে পছন্দের এবং প্রিয় একটি ফুল। শুধু আমার নয় প্রত্যেকেরই এই ফুল সব থেকে প্রিয়। গোলাপ ফুলের সুগন্ধ এবং সৌন্দর্যতা ভীষণ ভালো লাগে আমার কাছে। গোলাপ ফুল সকলের কাছেই অতি পরিচিত তাই নতুন করে বলার মত আর কিছুই নেই। তবে আপনাদের মত আমার কাছেও পছন্দের শ্রেষ্ঠ কাতারে এই ফুল রয়েছে।
ফটোগ্রাফি সতেরো:
রঙ্গন ফুল।
১৭নং ফটোগ্রাফির এই ফটোটিredmi9a ডিভাইস দিয়ে তোলা।
- রঙ্গন ফুল এখন মোটামুটি সবার কাছেই অতি পরিচিত। কেননা রঙ্গন ফুল বর্তমান সময়ে জনপ্রিয় ফুল গুলির মধ্যে একটি। এই রঙ্গন ফুলের বেশ কয়েকটি কালার রয়েছে। আমাদের দেশে কয়েক ধরনের রঙ্গন ফুল পাওয়া যায়। তার মধ্যে আমি আপনাদের মাঝে লাল এবং হলুদ কালারের দুটি রঙ্গন ফুল এর ফটোগ্রাফি শেয়ার করেছি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফুলের ফটোগ্রাফি সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বৈচিত্র্যময় ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। কসমস এবং চন্দ্রমল্লিকা ফুল দেখে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1881721348348957116?t=8IFJuaxjn6aUONc3ThXBbA&s=19
ডেইলি টাস্ক প্রুফ
আপনার এই পোস্ট তো একেবারে ফুলে ফুলে ভরে গেছে। ভীষণ ভালো লাগছে প্রত্যেকটি ফুলের ছবি একে একে দেখতে। এই কনটেস্টে অংশগ্রহণ করবার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল। অনেক সুন্দর ভাবে আপনি গুছিয়ে ফুলের ছবিগুলি পোস্ট করেছেন। আশা করি ভালো ফল অপেক্ষা করে আছে আপনার জন্য।
আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। আপনার ফুলের ফটোগ্রাফি গুলোকে চমৎকার ছিল। অসাধারণ এই ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখি খুবই ভালো লাগলো ভাইয়া। প্রতিযোগিতা উপলক্ষে বেশ দারুন দারুন সব ফুল শেয়ার করে নিয়েছেন। ফুলে ফুলে ভরে গেছে আপনার সম্পূর্ণ পোস্ট। শীতকালীন ফুলের আসর বসেছে আপনার পোস্টে। দারুন সব ফটোগ্রাফি সহ সুন্দর উপস্থাপনার মাধ্যমে অসাধারণ একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া
জাস্ট অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। সত্যি শীতকালীন পরিবেশটা খুবই সুন্দর। আমাদের প্রকৃতি নানা রূপে সাজিয়ে সজ্জিত হয়ে ওঠে। সবচেয়ে বেশি ভালো লাগে এত সুন্দর সুন্দর ফুল দেখতে। শীতকাল আসলে ফুলের বাহার যেন প্রকৃতি সাজিয়ে ওঠে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আজ চমৎকার চমৎকার বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন ছিল।অনেক ফুলের নাম আমি আপনার পোস্ট পড়ে জানতে পারলাম।আজকাল এতো এতো ফুল দেখা যায় তা আর কি বলবো।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শীতকালে বিভিন্ন ধরনের ফুল দেখা যায় আর সেগুলো দেখতেও খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মধ্যে শীতকালের প্রতিটা ফুল রাখার চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।