ছোট বোনের ইচ্ছা পূরণে মাহফিলে পদার্পণ//
হ্যালো..........
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বর্তমান সময়ে জেনারেল শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাটাও এগিয়ে যাচ্ছে মোটামুটি। সবদিক থেকে তারাও যেন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। প্রতিবছর বিশ্বজয় করে আসছেন আমাদের দেশের হাফেজরা। সত্যি এটি ভীষণ প্রশংসনীয়। যা বলে শেষ করবার মতো নয়। তাদের মাধ্যমেই মূলত আমাদের দেশকে বিশ্ব দরবারের মানুষরা চিনে। কেনোনা আমাদের মত ছোট্ট একটি দেশ কে কেবা চিনে? এদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের নাম বিশ্ব দরবারে র মানুষরা চিনে থাকে।
আমার বাসাটি এমন একটি জায়গায় যেখানে সব রকমের ইনস্টিটিউশন রয়েছে। মোটামুটি ভালো একটি জায়গাতে আমার বাসাটি রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি গর্বিত। শুধু নাই একটি উন্নতমানের চিকিৎসা কেন্দ্র। আমার বাসা থেকে কিছুটা দূরে যদি পায়ে হেটে যাই তাহলে পাঁচ মিনিট লাগবে আমাদের বাজার। আর এই বাজার আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়ে গেছে। বাজারের পাশেই রয়েছে একটি মাদ্রাসা। মাদ্রাসায় হচ্ছে আজকে মাহফিল।
আর এই মাহফিল উপলক্ষে সেখানে বসেছে বিভিন্ন রকমের খাবারের দোকান। যারা মাহফিলে যান তারা হয়তো বা এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন বইয়ের দোকান ,মেয়েদের কসমেটিক্স সহ নানা রকম দোকান বসে থাকে এই মাহফিল উপলক্ষে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আচারের শপ। যেটা মেয়েদের জন্য স্পেশাল খাবার।
তো এখন ঘটনা হচ্ছে এই বাজারের পাশে একটি মহিলা মাদ্রাসায় রেখেছি আমার ছোট বোনকে। এখন তার ইচ্ছা সে এই মাহফিল থেকে আচার কিনবে। কি আর করার যেহেতু ছোট বোন বলেছে তাই আর না করিনি। দিনের বেলা নানা রকম ব্যস্ততার মাঝে থাকাতে তাকে নিয়ে যাইতে পারিনি অতএব সন্ধ্যার পর তাকে সাথে নিয়ে চলে গেলাম মাহফিলে। বেশ লোক হয়েছিল মাহফিলে কেননা জাঁকজমক আলোচনা করছিলেন বিভিন্ন উলামায়ে কেরামগণ।
যাই হোক ছোট বোনকে অবশেষে আচার নিয়ে দিলাম তারপরে ঝালমুড়ি সেই সাথে প্রিয় ফুচকা। সব মিলিয়ে সে ভীষণ খুশি। তার সমস্ত জিনিস নেওয়া হয়ে গেলে পুনরায় তাকে মাদ্রাসায় রেখে আসলাম। আর আমি বাসার উদ্দেশ্যে পা বাড়ালাম। বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের ভালো লেগেছে।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
বোনকে খুশি করার দায়িত্ব তো ভাইদের। আপনি আপনার ছোট বোনকে মাহফিলে দিনের বেলায় ঘুড়াতে পারেনি বলে রাত্রি বেলায় ঘুরিয়েছেন। তার প্রিয় আচার ঝালমুড়ি ফুচকা খাওয়েছেন। এখন আপনার বোন অনেক খুশি আর এতে আপনিও অনেক খুশি নিশ্চয়ই। ছোট বোনের ইচ্ছা পূরণ করে ফেললেন মাহফিলে গিয়ে বেশি ভালই লাগলো পোস্ট পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
my X promotion
ভালো স্থানে বসবাস করতে পারলে ভালো ভাইয়া। কারণ অনেক মানুষ অনেক গন্ডগ্রামে বাস করে অথবা শহরেই বাস করে তারপরেও সেভাবে চলতে পারে না। যাইহোক ওয়াজ মাহফিলে যেতে আমিও খুব পছন্দ করি। আজও যেন সেই ছোটই রয়ে গেছি। খালাদের গ্রামে হলেই চলে যায়।