কবিতা পোস্ট।।একগুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
শীতের সকাল,আবছায়ায় ঘেরা ,
শিশির বিন্দুতে অপরূপ সৌন্দর্যে মায়া।
হিমেল হাওয়ায় দুলছে ফুল,
কোকিলের কণ্ঠে বাজে মধুর সুর।
ভোরের আলোয় কৃষক যায় মাঠে
মেঠোপথ বেয়ে সোনার ফসল আনে ঘরে।
📝অনু কবিতা নং:-২📝
কুয়াশার ঘন চাদরে সূর্য ঢেকে রয় আকাশে;
সামনে তাকালে যায় না দেখা,
পথের ধারের ঐ শীমুল গাছটা।
শীতকালে সবুজে ঘেরা দূর বন,
অতিথি পাখিদের আগমন ।
সবুজ পাতা সাজছে রোজ হলদে আভায়
পথের ধারে শুকিয়ে পড়ছে রাশি রাশি।
📝অনু কবিতা নং:-৩📝
তুমি মানুষটা আমার ভীষণ প্রিয়,
তোমার নয়ন জোড়া অতি মায়াময়;
যেই মায়ায় আমি কাটাবো জনম।
তোমার দুটি হাতের স্পর্শে হই কাতর
ছুয়ে দিলে অস্থির হয় এই মন ।
📝অনু কবিতা নং:-৪📝
তুমি আমার আঁধার রজনীতে মিষ্টি চাঁদের আলো।
তুমি আমার শীতের সকালে,গায়ে জড়ানো চাঁদর।
তুমি আমার মনের বাগানে প্রজাপতি
নীল রং ধনুতে রাঙিয়েছি শত স্বপ্নের নীড়।
তুমি আমার গোধূলি বেলায়,
আবীর মাখানো রোদ ।
প্রতি মূহুর্তে তোমায় চাই রোজ।
অনুভূতি:-
আজকের কবিতাগুলির মধ্যে শীতের প্রকৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চেষ্টা করা হয়েছে একজন কৃষকের গুণকীর্তন ফুটিয়ে তোলার জন্য। কনকনে শীতের মধ্যেও একজন কৃষক জমিতে যায় তার সোনালী ফসল রক্ষণাবেক্ষণ করার জন্য এবং বাসায় নিয়ে আসতে। আবার এই শীতের সময় ঐ দূর বনের বৃক্ষের পাতাগুলি প্রতিনিয়ত ঝরে যাওয়ার জন্য হলদে রং ধারণ করছে আবার নতুন করে সবুজ রূপে রূপ নিচ্ছে। বর্ণনা করা হয়েছে প্রিয় মানুষকে ঘিরে নিজের মনের অভিব্যক্তি। কতই না জল্পনা কল্পনা থাকে আমাদের প্রিয় মানুষটিকে নিয়ে। নানা রকম আশার আলো থাকে মনের মধ্যে সেই একটি মানুষকে নিয়ে। তেমনি কিছু অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা হয় করা হয়েছে আজকের অনু কবিতা গুলির মধ্যে। কেমন লেগেছে আজকের অনু কবিতা গুলি কমেন্টের মাধ্যমে তা কিন্তু জানাতেই পারেন।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1885186560645357636?t=NnmlyyXXeY_bHqsq2g0WFg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুফ
আজ আপনি কবিতার মাধ্যমে অনেক কিছুই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতার প্রতিটি বিষয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বেশি ভালো লেগেছে।কনকনে শীতের মাঝেও যখন একজন কৃষক জমিতে যায় তার ফলানো সোনালী ফসল রক্ষণাবেক্ষণ করার জন্য ও তার কষ্টের সেই ফসল বাসায় নিয়ে আসে। আপনার কবিতার লাইনগুলো পড়ে বোঝা যাচ্ছে আপনি ভবিষ্যতে একজন ভালো কবি হয়ে উঠতে পারবেন।
ভাইয়া আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
প্রেম এবং প্রকৃতির উপর যে কবিতাগুলি আপনি রচনা করেছেন তা সত্যিই অনবদ্য হয়েছে। প্রেম এবং প্রকৃতির মধ্যে এক নিবিড় টান আছে।। আর সেই টান থেকে এই কবিতার জন্ম হয়। তাই কবিতাকে প্রেম এবং প্রকৃতির এক সার্থক ফলাফল হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। আপনার লেখা অণু কবিতা গুলো বেশ ভালো লাগলো।
আপনি খুব সুন্দর ভাবে লিখলেন অনু কবিতাগুলো। প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর ছিল। বিশেষ করে অনু কবিতাগুলো লেখার টপিক একটু বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি প্রতিটা অনু কবিতা। আশা করি এরকম সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে সব সময় শেয়ার করবেন।
বেশ ভালোই লিখেছেন আপনি আপনার এই অনু কবিতাগুলো। সবগুলো অনু কবিতা সত্যি খুব সুন্দর হয়েছে। এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। প্রতিনিয়ত চেষ্টা করার কারণে আপনি এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। আশা করি এরকম সুন্দর কবিতা সব সময় শেয়ার করবেন।
শীত ঋতু এবং প্রিয় মানুষকে ঘিরে লেখা অন্য কবিতা গুলো বেশ ভালো লাগলো। কবিতার মাধ্যমে শীতের সৌন্দর্য খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। কোন কবিতার প্রতিটি লাইন যেন শীতের সৌন্দর্য বিশ্লেষণ করেছে। প্রিয় মানুষকে ঘিরে লেখা কবিতাগুলো চমৎকার লাগলো। চমৎকার কয়েকটি অনু কবিতা শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।
ভালো লাগার মত চারটি অণু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক জল্পনা কল্পনার মধ্যে প্রিয় মানুষ থাকে। আপনি সুন্দর অনুভূতি এবং অসাধারণ ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করে অনু কবিতাগুলো লিখেছেন। আর এই ধরনের অনু কবিতাগুলো পড়তেও বেশ ভালো লাগে।