স্বরচিত কবিতা।। আমার কবিতার খাতা থেকে।।
১১ ডিসেম্বর ২০২৩: সোমবার
আমি @shahid540 বাংলাদেশ থেকে।
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে স্বরচিত কবিতা প্রিয় গ্রাম বাংলাকে নিয়ে। কবিতার নাম হচ্ছে "পল্লী বাংলা"। আমি আমার নিজের পক্ষ থেকে গ্রামবাংলার বিভিন্ন চিরাচরিত রূপ তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের আমার স্বরচিত কবিতাটি ভালো লাগবে ।চলুন শুরু করা যাক।
গ্রামবাংলায় থাকি আমি গ্রাম অতিপ্রিয়
কারণ,এই মায়াময় সোনালী গ্রামেই তো আমার জন্ম।
যদি করতে চাই গ্রাম বাংলার সৌন্দর্যের বর্ণনা,
সময় তো ফুরিয়ে যাবে শেষ হবেনা তার ব্যাখ্যা,
কারণ, পরতে পরতে তার সৌন্দর্যতা গেঁথে রাখা।
ওগো পল্লী জননী কোথা হতে পেয়েছ তুমি,
এত মাধুর্যতা,
যার দরুন করো তুমি সবাইরে আত্মহারা।
তোমার রূপে মুগ্ধ হয় কত শত পথিক বর,
তাহা তুমি কভুও জানো কী?
যদি জানতে তা, তবে লজ্জায় লুকাইতে
তুমি তোমার মায়াময় মুখ খানি।
দার্শনিক আর বণিক নামক সেই সমাজ
করতে চেয়েছিল বসতি এবং তোমাতে রাজ,
তারা তো হয়েছিল ব্যর্থ, কারণ
তুমিইতো করেছ তাদের মাঝে রাজ।
কত কবি এবং সাহিত্যিকগণ এসেছিল
করতে তোমার রূপের গুনগান,
বিনিময়ে বিমগ্ধ হয়ে বসেছিল হয়ে আনমন।
যদি কেউ দেখতে চায় পরিশ্রম নামের
সেই সুদৃঢ় উদাহরণ,
তবে সে যেন আসে পল্লীগায়ের এই শহর।
প্রত্যুষে ওঠা সে এক মহা ঔষধ
গুণীজনে আর মহা-মনীষীরা কয়,
তারই যেনো প্রত্যক্ষ দৃষ্টান্ত
পল্লী গ্রামের পরিশ্রমী মানুষের মাঝে বয়।
ঐ যে,
দূর থেকে দেখা যায় তরুলতায় ঘেরা
শান্ত,ঘুমন্ত,নিরব,পরিবেশে সাজা
প্রকৃতির সেই মায়াময় নিজস্ব রূপচর্চা।
বারবার মন হয়ে ওঠে চঞ্চলতা
দেখতে যেতে পল্লীর ওই সরল সৌন্দর্যতা।
ধান ক্ষেত আর সরষে ফুলের ওই সরু
মেঠো পথ ধরে,ফুলকুমারী চলে যেন,
হেলে দুলে রূপের পাহাড় বয়ে।
ওগো পল্লী জননী,
আমি আসিতে চাই পুনঃরায় তোমাতে ফিরে,
দিও আমায় একটু ঠাঁই তোমার বক্ষ কোণে।
আমি মুগ্ধ,বিমর্ষিত,বিমোহিত,বড়ই উগ্র,
তোমার রূপ লাবণ্য করেছে আমায় ব্যতিব্যাগ্ৰ।
ওগো পল্লী জননী করিও না আমায় পরবাসী,
খাঁটি রূপে তোমায় ভালোবাসি।
লেখকের অনুভূতি:
পল্লী গ্রাম মানেই হচ্ছে এক অপরূপ সৌন্দর্যতার উদাহরণ। পল্লী বাংলা মানে হচ্ছে এক সীমাহীন রূপকারের এক অসীম উদাহরণ। যত বিজ্ঞ মনীষী রয়েছেন তারা সবাই পল্লী বাংলার প্রতি আকর্ষিত হয়েছিলেন সর্বদা। পল্লী বাংলা হল বিশাল জ্ঞানভান্ডার যেখান থেকে প্রতিনিয়ত আমরা জ্ঞান অর্জন করতে পারি। সবদিক মিলিয়ে একটা কথাই বলবো পল্লীগ্রাম মানেই হচ্ছে প্রতিটি মানুষের জীবনের জন্যে একটি অনন্য ভূমিকা।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটি পড়ে গ্রামের সৌন্দর্যতা উপলব্ধি করতে পারা যাচ্ছে। প্রিয় মাতৃভূমি নিয়ে ভাবতেও অনেক ভালো লাগে আমার কাছে। আপনার কবিতাটি পড়ে আমি গ্রাম বাংলার সৌন্দর্যে হারিয়ে গিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আপনি অত্যন্ত সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া।আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
আপনি আপনার কবিতার খাতা দেখে অনেক সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন। কবিতা লিখতে এবং পড়তে আমি খুব পছন্দ করি। আর এত সুন্দর কবিতা পড়তে পেরে খুব ভালো লেগেছে। লেখকের অনুভূতি ও তুলে ধরেছেন আপনি খুব সুন্দর করে। পুরো কবিতার মধ্যে গ্রাম বাংলার সৌন্দর্যময় সবকিছু তুলে ধরেছেন। পল্লী গ্রাম নিয়ে লেখকের অনুভূতি সুন্দর করেই তুলে ধরা হয়েছে।
ভাইয়া আপনি গ্রাম বাংলার বিভিন্ন চিরাচরিত রূপ কবিতার মাধ্যমে আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আসলে এই ধরনের কবিতা পড়তে খুবই ভালো লাগে। আসলে নিজের জন্মভূমির মতোন এমন প্রকৃতির সৌন্দর্য কোথায় খুঁজে পাওয়া যায় না। নিজ দেশের প্রকৃতির আলো বাতাসে বড় হওয়ার অনুভূতি বেশ দারুন। গ্ৰামের বৈচিত্রময় অপূর্ব সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। গ্রামের সৌন্দর্যতা উপলব্ধি করে এবং ভালোবেসে এত চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
গ্রাম বাংলা নিয়ে অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে গ্রাম বাংলা আমাদের সবার প্রিয় কারণ আমাদের এখানে জন্মভূমি। গ্রাম বাংলার প্রকৃতি সবাইকে মুগ্ধ করবে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করলেন।
আপনার লেখা পল্লী বাংলা শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলেই অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতার মাঝে গ্রামের প্রতি তীব্র ভালোবাসা, নিজ জন্মস্থানের প্রতি তীব্র ভালোবাসা এবং গ্রামের অপরূপ সৌন্দর্যটুকু দারুন ভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।