স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।।
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
ঋতুর রাজা বসন্ত
যেথায় প্রকৃতিও হয় প্রাণবন্ত।
শীতের প্রকোপে চুপসে যায় সব
বসন্ত এলে মন খুলে হাসে সব।
শীতে সবি হয়ে যায় মন মরা
বসন্তে নতুন সাজে রূপ নেয় ধরা।
অপরূপ সৌন্দর্যে ঘেরা শরৎ এর আকাশ
কাশ বনে দেখা যায় কাশফুলের কেশ।
বিলে বাড়ে সৌন্দর্য পদ্ম ফুলের সাজে
ভালোবাসা বাড়ে প্রেমিক-প্রেমিকা হৃদয়ে,
পদ্মফুল আদান প্রদানে।
লাল,সাদা রঙ্গে রাঙ্গায় পদ্ম,পদ্মপুকুর কে
কচুরি ফুলও কম নয়, সাজায় প্রত্যেক বিল কে।
প্রেম আসে গোপনে
ছ্যাকা খায় প্রকাশ্যে,
যদি সহ্য না হয় ছ্যাকার ব্যাথা
মৌবনে করে আত্মহত্যা।
ছেলে করে খাঁটি প্রেম
ছলনা করে মেয়েদের ব্রেন।
বিশ্বাস যদি করতেই হয়, করো পুরুষকে
ভুল করো না বিশ্বাস করে নারী মানুষকে।
নই আমি নারী বিদ্বেষী
মা আমার গর্ভধারিনী।
বলিলাম কিছু কথা যাহা হয় সত্য
সবি নয় একই রকম, কিছু ব্যতিক্রম
ওরাই পুরুষের বিশ্বাস নিয়ে খেলতে মত্ত
কথাগুলো লাগিবে যাদের গাত্র।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ মজা পেলাম।সবগুলোই বেশ মজার। তবে চার নম্বর অনু কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে।
আপনার থেকে এরকম সাপোর্ট পেলে বেশ উৎসাহিত হই। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুছি য়ে মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্যে।
বেশি দারুণ লিখেছেন কবিতাগুলো। ছোট ছোট কবিতা হলেও আপনার অনুভূতি ছিল অসাধারণ। যেখানে ঋতু কে কেন্দ্র করে লেখা প্রেমকে কেন্দ্র করে লেখা কবিতা। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবের কবিতা গুলো লিখে উপস্থাপন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমার অনু কবিতাগুলি ভালোভাবে পড়ে সুন্দরভাবে মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য বেশ ভালো লাগলো আমার।
আপনার অনু অনেক কবিতা গুলো পড়ে খুবই ভালো লেগেছে। অনু কবিতা লিখতে খুব ভালো লাগে আমার কাছেও। যেহেতু ভিন্ন অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো পড়তে খুব সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা গুলো শেয়ার করার জন্য।
আসলেই কবিতা লিখতে ভালো লাগে তবে অনুভূতি লিখতে একটু বেশিই ভালো লাগে কেননা এগুলোতে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে লেখা যায়। আপনার মন্তব্য দারুন হয়েছে ধন্যবাদ আপু।
অনু কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। কারণ এই অনু কবিতা পড়তে গেলে ছন্দের মিল পাওয়া যায়। যার কারণে আপনার কবিতাগুলো আমার কাছে দারুণ লেগেছে।
আসলেই ভিন্নধর্মী ভাব এবং ছন্দ মিলের জন্য অনু কবিতা পড়তে ভীষণ ভালো লাগে, সঠিক বলেছেন আপনি ধন্যবাদ ভাইয়া।
বাহ ভাইয়া আপনি তো দেখতেছি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে ছোট ছোট অনু কবিতার মাধ্যমে নিজের মনের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনার প্রত্যেকটা অনু কবিতা অসাধারণ হয়েছে। এবং খুব সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনি যথার্থ বলেছেন আপু আসলেই অনু কবিতাগুলো দিয়ে মনের ভিন্ন ভিন্ন ভাব প্রকাশ করা যায় ভালো লাগলো আপনার কথাটি। সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে বেশ চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনি চার খন্ডে অনি কবিতা লিখেছেন প্রতিটা কবিতাগুলো খুবই চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।