।।পূবালী ব্যাংকে একাউন্ট খোলা এবং ডেবিট কার্ড গ্রহণ।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
একদিন ভার্সিটির ক্লাস শেষ করে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের পাশ দিয়ে ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম। তখন হঠাৎ চোখে পড়ল পূবালী ব্যাংক এর পক্ষ থেকে একটি ব্যাংকিং বুথ এর ক্যাম্পিং করতেছে। তখন আমি সেখানে গিয়ে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে জানতে চাইলাম যে একাউন্ট খুলতে গেলে কি কি প্রয়োজন? তখন তারা তাদের সমস্ত প্রসেসগুলি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সেই সাথে এটাও নিশ্চিত করলেন যে একাউন্ট খুলতে কোনরকম ঝামেলা বা বিড়ম্বনার শিকার হতে হবে না। তাছাড়াও আমি আরো ডিপলি এই বিষয়টাকে নিশ্চিত হওয়ার জন্য আরো কিছু বিষয় জানতে চাই তখন তারা প্রত্যেকটা বিষয়কে খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন আমায়। অবশেষে বুঝতে পারলাম যে এখান থেকে একাউন্ট খুলে নেওয়াটা আমার জন্য লাভজনকই হবে বটে।
তারপরে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে সকল ডকুমেন্ট চাইলেন আমি সেগুলো দিয়ে দিলাম। তারা তাদের নিজের গতিমতো কাজ করছিল। এরই মাঝে তারা আমাকে জিজ্ঞাসা করল আমি আমার একাউন্টের নমিনি কাকে বানাবো। বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। শেষমেষ ভেবেচিন্তে একজনকে নমিনি বানিয়ে ফেললাম। তবে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি নমিনি হিসেবে যাকে সিলেক্ট করেছিলাম সেটা আসলে আমার ভুল মানুষ ছিল। আসলে কিছু কিছু জায়গায় ডিসিশন নিতে আমরা এতটাই উগ্রপন্থী হয়ে যাই যে মনের আবেগকেই পুঁজি করে ভেলায় ভেসে ভুল কাজগুলো করে থাকি। যা আমাদের পরবর্তী সময়ে বিরূপ প্রভাব ফেলে আমাদের জীবনে। যাই হোক যাকেই নমিনি বানিয়েছি মূলত যখন ভেবেছিলাম সে মানুষটি সঠিক মনে করেছিল কিন্তু এখন বুঝতেছি আমার চিন্তাধারা টা ভুল ছিল।
যখন নামিনি সহ আমার একাউন্ট এর প্রায় সব কাজ শেষ হয়ে গেল। তখন আমার ফোনে এটি মেসেজ আসলো। যে আমার পূবালী ব্যাংকে একাউন্টটি পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়েছে কিনা এজন্য। আমি দেখতে পেলাম আমার ফোনে একটি মেসেজ এসেছিল আর সেখানে আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বার টিও শো করছিল সেই সাথে লেখা ছিল কনগ্রাচুলেশন। ফাইনালি আমার একাউন্টটি সম্পূর্ণ হয়েছিল। তারপর আমার মোবাইলে আসা একাউন্ট নাম্বারটির সাথে মিলিয়ে তারা আমাকে একটি ডেবিট কার্ড দিয়ে দিল।
তারপরে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পিন। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি আমার অ্যাকাউন্ট এর পিন পাবো কিভাবে? তখন তারা আমাকে শিওর করল যে সন্ধ্যার দিক আপনার নাম্বারে আমাদের ব্যাংকের অফিসিয়াল নাম্বার থেকে পিন নাম্বারটি আপনাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক সেখানে আর বেশি কথা না বলে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে সেখান থেকে চলে আসি। সেই সাথে তাদের থেকে একটা নাম্বারও নিয়ে এসেছিলাম যদি কোন সমস্যা হয় তাহলে তাদের থেকে সলভ পেতে পারি। পূবালী ব্যাংকে আমার কোন একাউন্ট ছিল না। তাই অ্যাকাউন্টটি করতে পেরে এবং ডেবিট কার্ড হাতে পেয়ে বেশ ভালোই লাগছিল। অবশেষে সন্ধ্যার দিকে আমি আমার পূবালী ব্যাংক একাউন্টের পিন পেয়ে যাই আমার ফোনে আসা মেসেজ থেকে পূবালী ব্যাংক কর্তৃক। যাইহোক বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট বিবরণ আশা করি আপনাদের ভালো লেগেছে।
টা টা..........
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1870121433764176250?t=DQgoYz_gzX6bbCCYrXZk8w&s=19
ডেইলি টাস্ক প্রুফ
পূবালী ব্যাংকটা আমাদের এলাকায় তেমন বেশি একটা পরিচিত নয়। আর আপনি আজকে যে সমস্ত বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না আমার। অনেক ভালো লাগলো আপনার থেকে ধারণা পেয়ে।