লাইফস্টাইল পোস্ট//সাদিয়া ,শিখাদের সাথে ভোজন//
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ভার্সিটি ক্যাম্পাসে কাটানো প্রায় দেড় মাস আগের একটি মুহূর্তকে আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো। যতদূর সম্ভব মনে পড়ছে তখনো আমাদের ক্লাস চলছিলো। কিন্তু ইনকোর্স হওয়ার কারণে বর্তমান আমাদের ক্লাস সম্পূর্ণরূপে বন্ধ। এই মুহূর্তটাকে যেই দিন কাটিয়েছিলাম সেই দিন বেশ ব্যস্তময় সময় কাটিয়েছি ডিপার্টমেন্টে। কেননা ডিপার্টমেন্টের শিক্ষকদের মোটামুটি বেশ কিছু কাজে সহযোগিতা করেছিলাম। শুধু আমি নই আমার সাথে আমার ক্লাসমেট আরো বেশ কয়েকজন ছিলো। থাক না হয় সেগুলো কথা অন্য আরেকদিন কোনো পোস্টে শেয়ার করে নিবো সেই বিষয়গুলো। ডিপার্টমেন্টে এতগুলো কাজ করার পর শরীর বেশ ক্লান্ত লাগছিলো। তাই ফ্রেশ হয়ে ক্যাম্পাসের মধ্যেই যেগুলি ফুচকার স্টল বসে ওগুলোতে গিয়ে চটপটি খাওয়ার জন্য বসলাম।
স্টল গুলোতে বসে চটপটি অর্ডার করে ফোন চালাচ্ছিলাম। তখন আমার পাশেই বেশ কয়েকটি বাচ্চার চেচামেচি শুনতে পেলাম। তাদের মধ্যে কথা হচ্ছিল তারা ফুচকা খাবে আর তারা ছিল তিনজন ।কিন্তু মাত্র দুই প্লেট ফুচকা নেবে এই নিয়ে তাদের মাঝে ঝামেলা বেধে গিয়েছিলো। তাদের চেঁচামেচি শুনে ডেকে নিলাম আমার কাছে। ডেকে নিয়ে তাদের থেকে পুরো বিষয়টি শুনে নিলাম যে কি হয়েছে তাদের মাঝে। একে একে তারা তাদের সবগুলো কথাই শেয়ার করলো। উপরে দেখতে পাচ্ছেন একটি ফটোগ্রাফি শেয়ার করেছি যেখানে তিনজন মেয়ে বাচ্চা রয়েছে আমার সাথে। দুজনের নামই সাদিয়া আর একজনের নাম শিখা। তারা আমাদের ভার্সিটি ভিতরে তথা কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত আছে চতুর্থ শ্রেণীতে।
দুই সাদিয়ার মধ্যে এক সাদিয়ার জন্মদিন ছিলো সেই দিন। তাই বান্ধবী থেকে বাকি দুইজন ট্রিট চাচ্ছে। ঘটনা হলো ফুচকার প্লেট ৫০ টাকা করে কিন্তু আছে তার কাছে মাত্র ১০০ টাকা। তাই জন্য দুই প্লেট ফুচকা নিবে। তাতে কি আর তিনজনের খাওয়া হয়? তাই তাদের বললাম তোমাদের টাকা তোমাদের কাছেই রাখো আজকে তোমাদের আমি খাওয়াবো। তাদের সাথে বেশ গল্পে মেতে উঠলাম। তাদের নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়ে, কার রোল কত। আবার তারাও আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন? আমি বললাম তোমাদের থেকে এক ক্লাস নিচে পড়ি, তারা এই কথা শুনে কি যে হাসি টাই না দিলো হা হা হা। তাদের সাথে আমিও আনন্দে মেতে উঠলাম।
গল্প করার মাঝেই আমার চটপটি এবং তাদের তিনটা ফুচকা চলে আসলো। খাওয়ার আগেই ভাবলাম ফটোশুট করে নিবো। কিন্তু কোনো ফটোগ্রাফার পাওয়া যাচ্ছিলো না। তাই একজনকে ডেকে নিয়ে যেমন তেমন করে কয়েকটা ফটো তুলে নিলাম আমাদের। তারপর বেশ মজা করে আমরা চারজনই খাওয়া দাওয়া সেরে নিলাম। বিল পরিশোধ করে চলে আসলাম সেখান থেকে তাদেরকে বিদায় জানিয়ে। এরপর থেকে প্রায় সময় সাদিয়াদের সাথে ঝাল মুড়ি এবং ফুচকা খাওয়া হয়। আর যাই হোক ক্যাম্পাসে তাদের সাথে মোটামুটি ভালই সময় কাটানো হয়। একদিন ফুচকার স্টলে আমার আসতে লেট হয়ে গিয়েছিলো সেজন্য তারা আমার ডিপার্টমেন্টে চলে গিয়েছিলো আমার খোঁজ করতে। যাক সে বিষয়গুলো অন্য কোনোদিন শেয়ার করবো ।আজকের মত এখানেই ইতি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Deily task:-
https://x.com/mdetshahidislam/status/1885523439970378194?t=4jubSWrSUiJbmkKihA-rog&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.