আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা আবৃতি করেছি।

in আমার বাংলা ব্লগ12 days ago

সবাইকে শুভেচ্ছা, আমি শাহরিয়ার। আমি বাংলাদেশ থেকে । আমার এই কবিতা আবৃতি পোস্টে আপনাকে স্বাগতম

বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। সুকান্ত ভট্টাচার্যের লেখা পুরানো ধাঁধাঁ কবিতাটি আবৃতি করে শোনাতে চলেছি।

Pink and Purple Gradient Vlogger Simple Youtube Channel Art.png
কভার ফটোটি কেনভা দ্বারা ডিজাইন করা

সমাজে ধনী গরিবের বৈষম্য রয়েছে সুদূর অতীত কাল থেকেই। তবে আপনি একটু গভীর দৃষ্টিতে চিন্তা করে দেখবেন সমাজে ধনী ব্যক্তিদের প্রত্যেকটি বিলাসিতার পেছনে কোন না কোন গরিবের অবদান রয়েছে। যেমন বিলাসবহুল বাড়ি। একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেনে একজন রাজমিস্ত্রি। এমনকি প্রতিটি ক্ষেত্রে এই গরিবের অবদান রয়েছে।

তাই গরিবকে সমাজে ছোট করে দেখা ঠিক নয়। প্রত্যেক বড়লোক ধনী ব্যক্তিদের সম্পদের গরিবদের অধিকার রয়েছে। প্রত্যেকটি ধর্মই গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করা কে মুখ্য বিষয় বলে মনে করেছে। গরিবের এই বৈষম্যকে তুলে ধরতেই কবি সুকান্ত ভট্টাচার্যের লিখা এই কবিতাটি । চলুন কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শোনায়।

পুরনো ধাঁধা

✍ - সুকান্ত ভট্টাচার্য

বলতে পার বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?
বলতে পার ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?
ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,
গরীব মেয়ে পায় না আদর, সবার কাছে ফ্যালনা।
বলতে পার ধনীর মুখে যারা যোগায় খাদ্য,
ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য?
‘হিং-টিং-ছট্’ প্রশ্ন এসব, মাথার মধ্যে কামড়ায়,
বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।

(মিঠে কড়া কাব্যগ্রন্থ)

সোর্স

Support @bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

SET @ rme as your proxy

শাহারিয়ার রানার পক্ষ থেকে শুভেচ্ছা

Sort:  
 12 days ago 

কবিতা আবৃত্তি শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠ ছিল অসাধারণ।

 11 days ago 

আপনার প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে আপনার কন্ঠে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন শুনে আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনি ঠিক বলেছেন ভাই গরিবদেরকে সমাজে ছোট করে দেখা ঠিক নয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রেরিত করার জন্য।

 12 days ago 

সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি জনপ্রিয় কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।

 11 days ago 

আপনার প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লাগায় আমার সার্থকতা।

 12 days ago 

বেশ ভালো লাগলো আপনার কন্ঠে সুকান্ত ভট্টাচার্যের সুন্দর একটি কবিতা আবৃত্তি করতে দেখে। অনেক সুন্দর ভাবে আপনি এই কবিতা আবৃত্তি করেছেন। এখনো পরবর্তীতে ভালো কোন আরেকটা কবিতা নিয়ে উপস্থিত হবেন।

 11 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। অবশ্যই আমি অন্য আরেকটি কবিতা নিয়ে কোন এক সময় আবারও আপনাদের সামনে উপস্থিত হব।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65809.66
ETH 2680.91
USDT 1.00
SBD 2.95