আমি সুকুমার রায় এর একটি বিখ্যাত কবিতা আবৃতি করেছি

in আমার বাংলা ব্লগlast month (edited)

সবাইকে শুভেচ্ছা, আমি শাহরিয়ার। আমি বাংলাদেশ থেকে । আমার এই কবিতা আবৃতি পোস্টে আপনাকে স্বাগতম

আমি আমার স্কুল জীবনে একবার কবিতা আবৃতি করেছিলাম। এবং স্কুলের প্রধান শিক্ষক আমাকে একটি উপহার দিয়েছিলো। সেই সূচনাই আজকের এই কবিতা আবৃতি পোস্ট করা।

আমরা আমাদের জীবনে নিজেরদের থেকে অন্যদের প্রাধান্য দিয়ে থাকি। দিন শেষে আমরা নিজেদের এই মোহের পৃথিবীতে হারিয়ে ফেলি। অন্যের জীবনের হিসেব করতে করতে নিজের জীবনের হিসেব টা আর করা হয়ে উঠে না। আর এই সকল কথা গুলো কবিতার রুপ দিয়ে জীবনের হিসেব কবিতা লিখেছেন সুকুমার রায় । আমি আজ সুকুমার রায়ের এই কবিতাটি আবৃতি করার চেষ্টা করেছি।

জীবনের হিসেব !

✍ সুকুমার রায়।

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন, "বলতে পারিস সূর্যি কেন ওঠে ?
চাঁদটা কেন বাড়ে কমে ? জোয়ার কেন আসে ?"
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্‌ফেলিয়ে হাসে ।
বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি ।

খানিক বাদে কহেন বাবু, "বলত দেখি ভেবে
নদীর ধারা কেম্‌‌নে আসে পাহাড় হতে নেবে ?
বল্‌ত কেন লবণপোরা সাগরভরা পানি?"
মাঝি সে কয়, "আরে মশাই, অত কি আর জানি ?"
বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তাকি ?
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি ।"

আবার ভেবে কহেন বাবু, "বলত ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো ?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন ?"
বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন ?"
বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা ।"

খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুব্‌ল বুঝি দুলে ।
মাঝিরে কন, "একি আপদ ! ওরে ও ভাই মাঝি,
ডুব্‌ল নাকি নৌকা এবার ? মরব নাকি আজি ?"
মাঝি শুধায়, "সাঁতার জানো ?" মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, "মশাই, এখন কেমন কাবু ?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে ।"

সোর্স

Support @bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

SET @ rme as your proxy

শাহারিয়ার রানার পক্ষ থেকে শুভেচ্ছা

Sort:  
 last month 

জীবনের হিসেব কবিতা বেশ দুর্দান্ত। সুকুমার রায় আমার খুব পছন্দের। আপনার কন্ঠে জীবনের হিসেব কবিতাটি শুনে খুব ভালো লাগলো। আপনার কবিতা আবৃত্তি খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।

 29 days ago 

সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রেরিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রচেষ্টা যদি আপনাকে ভালো লাগাতে পারে তবেই আমার সার্থকতা।

 29 days ago 

কবিতা আবৃত্তির শুরুতে যে কথাগুলো লিখেছেন তাতে ভুলের মাত্রা দেখে আমি সত্যি অবাক হয়েছি, এগুলো তো কমন বিষয়, এই বানানগুলো ভুল হওয়ার কথা নয়। যেমন, আমারা, জিবন এবং মহের। বানানের প্রতি যত্নশীল হওয়ার অনুরোধ করা হলো।

 29 days ago 

ওহো....! স্যার আমি সত্যিই খুবই দুঃখিত। আমি পরবর্তীতে বানানের ব্যাপারে খুবই সচেতন হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।

 29 days ago 

সুকুমার রায় এর বিখ্যাত এই কবিতাটি আপনি আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লেগেছে। আপনার আবৃত্তির প্রতিভা দেখে অনেক ভালো লাগলো। কবিতা আবৃতি চমৎকার হয়েছে ভাইয়া। আশা করছি আবারো নতুন কোন আবৃত্তি নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।

 28 days ago (edited)

আপনার সুন্দর মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আরেকটি কবিতা আবৃত্তি করে উপস্থাপন করব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60881.23
ETH 2600.77
USDT 1.00
SBD 2.56