আসুন কয়েকটি ফুলের সাথে পরিচিত হই

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ফুলের ছবি শেয়ার করব এবং সাথে কিছু বর্ণনা দেয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন পোস্টটি শুরু করি:


IMG_20210226_151634.jpg

পুরুষ পেঁপে গাছের ফুল


পুরুষ পেঁপে গাছের ফুল


পুরুষ পেঁপে গাছে সাধারণত উপরের চিত্রের মত ফুল ধরে থাকে। যদিও আমি যখন ছবিটি তুলেছিলাম তখনও ফুল বের হয় নি, কিন্তু আর দুই একদিনের মধ্যে ফুল বের হত। টিউবের মত লম্বা এ ফুল দেখে নিশ্চিত হওয়া যায় যে এটি পুরুষ পেঁপে গাছ। এখানে একসাথে পুংকেশর এবং গর্ভকেশর উভয়ই থাকে।


IMG_20210226_153044.jpg

ভাঁট ফুল


ভাঁট ফুল


ভাঁট গাছে এ ফুল ধরে। ভাঁট গাছ রাস্তার আনাচে কানাচে হয়ে থাকে। এ গাছের মধ্যে ফ্ল্যাভোনয়েড থাকে যা ক্যান্সার দমনে সহায়ক। এজন্য ভাঁট গাছকে ওষুধি গুণাগুণ সম্পন্ন গাছ হিসেবে গণ্য করা হয়।


পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদন্তে,
@shah01

Sort:  
 3 years ago 

সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো এবং সুন্দর তথ্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য৷

 3 years ago 

আপনি প্রথমে একটা পরিচয়মূলক পোস্ট করুন এখানে ।

আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57225.87
ETH 2353.04
USDT 1.00
SBD 2.37