RE: আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্ট : রেজাল্ট ও প্রাইজ ঘোষণা
@alsarzilsiam বাবা তোমাকে অনেক অভিনন্দন ও অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া। আজ চোখের সামনে জল জল করে ভেসে উঠছে, যখন তুমি লোগোটি তৈরি করছিলে সেই সময়টি। কি প্রচন্ড গরম, বিদ্যুৎ ছিল না। ফ্যানের পাখা ঘুরতেছিলো না। তোমার কপাল,পিঠ, ও বুক থেকে অঝোরে ঘাম ঝরতে ছিল। আমি একটি বই দিয়েই তোমাকে বাতাস করতেছিলাম আর গামছা দিয়ে তোমার ঘাম গুলো মুছে দিচ্ছিলাম। সেই সাথে তোমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য বারবার বলতেছিলাম এবার তুমিই প্রথম হবে। তোমার সেই পরিশ্রম আজ সার্থক হয়েছে জন্য তোমাকে আবার অভিনন্দন।
@rme দাদা আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। চোখে আনন্দ অশ্রু নিয়ে। সন্তানদের সফলতায় মায়েদের যে কতখানি আনন্দ হয়, কতখানি গর্ব হয় এই অনুভূতি শুধু আমার মত মায়েরাই বুঝবে।
আমার বাংলা ব্লগে এসে সিয়াম নিজেকে মেলে ধরতে পেরেছে দেখে খুব উৎসাহ এবং অনুপ্রেরণা পাই। আমার বাংলা ব্লগের প্রতি আবারো কৃতজ্ঞতা। যেখানে প্রতিভার মূল্যায়ন করা হয়। আপনার স্বপরিবারের জন্য অনেক অনেক দোয়া ও হৃদয় নিংড়ানো ভালোবাসা।
এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন,তাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় রাহিমা আপু আপনাকে ও অনেক অনেক অভিনন্দন।
🌹🌹
এইতো গুটি গুটি পায়ে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমাদের সবার সাপোর্ট পেয়ে অনেক আনন্দিত আম্মু। এছাড়াও দাদাকেও অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। দাদা না থাকলে হয়তো এই সব কিছু করতে পেতাম না।