তেল ছাড়া ঝটপট ইফতার রেসিপিটি চমৎকার হয়েছে। মুরগীর মাংস সেদ্ধ, ডিম সেদ্ধ,আপেল, টমেটো,শসা,পুদিনা পাতা, কাঁচা মরিচ,ধনে পাতা,পেঁয়াজ কুচি,ছোলা বুট সেদ্ধ, লেবুর রস,বিট লবন,সাদা গোল মরিচ এই সব দিয়ে বেশ চমৎকারভাবে ঝটপট ইফতার বানিয়েছেন। অনেক শুভকামনা আপনার জন্য।
আসলেই আপু ভাজা পোড়ার চেয়ে অনেক ঝটপট এই রেসিপি করা যায়। ধন্যবাদ আপু।