You are viewing a single comment's thread from:
RE: Shallow Hal মুভি এক্সপ্লেনেশন।
ভাইয়া,,সিনেমার শুরুতে আপনারা হসপিটালের একটা রুম দেখতে পান। যেখানে একজন বৃদ্ধ লোক চিকিৎসাধীন ছিল। কিছুক্ষণ পর তার ছেলে বেগান আসে সেই কেবিনে। ছেলে যখন আসে তখন ওই লোকটি তার ছেলেকে বলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার মাকে বিয়ে করা। তোমার মা ছিলো অত্যন্ত মোটা। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো কোনো মোটা মেয়ের প্রেমে পড়বো না। এরপর ঐ লোকটি বেগানকে পরামর্শ দেয় তুমি কখনো কোনো মোটা মেয়েকে বিয়ে করবেনা কিন্ত ।বেশ মজা পেলাম।
রোজমেরি আসলে এরই মাঝে বেগান কে ভালোবেসে ফেলেছে। তারপর মজার কিছু ঘটনা ঘটে। বেগানকে হিপনোটাইজ থেকে মুক্তি দেওয়া হয়। এরপরের মজার ঘটনাগুলো দ্বিতীয় পর্বে এক্সপ্লেইন করব। দ্বিতীয় পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।।।।♥♥