RE: বিচি কলা এবং রুই মাছের সুস্বাদু তরকারি
দাদা আপনি বিচি কলা এবং রুই মাছের সুস্বাদু তরকারি রেসিপি খুবই চমৎকার ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন।বরাবরের মতোই প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং প্রেজেন্টেশন করেছেন।আপনার পরিবেশনা টা কিন্তু দারুন ছিল।কাঁচা কলা দিয়ে এরকম মাছের তরকারি এবং অন্যান্য তরকারি কথা শুনেছি কিন্তু বিচি কলার তরকারি খাওয়া যায় এই প্রথম আপনার রেসিপি থেকে জানলাম
।
,
তাছাড়া বিচি কলার চমৎকার পুষ্টিগুণের কথা আপনি তুলে ধরেছেন।আবার খুবই চমৎকার করে আহ্বান করেছেন কারো যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে সে যেন বিচি কলার তরকারি খায় ।এবং বিচি কলা নাকি ছোট ছোট টাকি মাছ জাতীয় মাছের সাথে রান্না করলে আরো বেশি সুস্বাদু ও মজাদার হয়ে থাকে
।
এত চমৎকার একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা সেই আপনার পরিবারের মা সহ সবার জন্য সুস্থতা কামনা করছি
।♥♥