প্রিয় দাদা♥ অনেকদিন পর পুঁটি মাছের মজাদার তরকারি দেখে আনন্দে বুকটা ভরে গেল।একসময় পুটি মাছের কবিতা পড়েছি কিন্তু এখন পুটি মাছ আর চোখেই পড়ে না।পুটি মাছ দেখতে অনেক ভালো লাগে রুপালি পুটি মাছ গুলো কি চকচক করে।দেখেই যেন অন্য রকম একটা অনুভূতি একটা ভালো লাগা কাজ করে মনের ভিতর।এক সময় আমরা বরশি দিয়ে পুটি মাছ ধরতাম। খুব ছোটবেলায়।
অনেকদিন পর পুটি মাছের রেসিপি দেখে খুবই ভালো লাগলো এবং রেসিপি এর প্রতিটি ধাপে খুবই চমৎকার করে প্রেজেন্টেশন করেছেন এবং আপনার প্রেজেন্টেশনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত ও প্রাণবন্ত করে তোলে।
এত চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।ভালোবাসা অবিরাম সবসময় ভালো থাকবেন।♥♥