আপনার গল্পের হিরো যেমন শাওন।এরকম হাজারো শাওনের গল্প আমি জানি।খুব কাছ থেকে এদের দেখার সৌভাগ্য হয়েছে বারংবার।এরা সকালবেলা উঠিয়ে বাসায় রেডি হয়ে চা খাওয়ার সময় পান না।হাতে ব্যাগ নিয়ে লক্ষ্য পূরণের জন্য ছুটে বেরিয়ে পড়ে।বাইরে এসে বাসের জন্য অপেক্ষা করে আর চায়ের দোকানে একটি বিস্কুট এক কাপ লাল চা খেয়ে কাজে জয়েন করে।আর অন্য কলিগদের সাথে নিজের হতাশার কথা গুলো শেয়ার করে।তাদের মন মেজাজ সবসময় হট থাকে।
এই শাওন দের মত কোন এক সময় আমিও সকালবেলা বেরিয়ে পড়তাম কাজে।তাদের কথাগুলো শুনতে পেতাম।প্রতিদিন বাড়ছে এবং অটো সিএনজি তে যখন বের হতাম তখন তারাও পাশে বসে থাকতো তাদের কথাগুলো খুব কাছে থেকে শুনেছি আসলেই ঠিকই বলেছেন ভাইয়া জীবনের চেয়ে জিবিকার মূল্য বেশি।♥♥