আপনি একদম ঠিক বলেছেন ঘরে ঘরে এখনো নারীদের এই চিত্র দেখা যায় হরহামেশা নির্যাতন বদলে গেছে ধরনগুলো বদলে গেছে কিন্তু নির্যাতন বদ্লায় নাই।আমাদের উত্তরবঙ্গে তো বলতে শুনেছি মেয়েদের বেচে খাওয়ার কথা।একটু বড় হলেই মেয়ে বেচে খেতে হবে।আপনার লেখাটি পড়ে খুবই ভালো লাগলো বাংলাদেশের প্রতিটি মানুষ যদি এভাবে চিন্তা করতো তাহলে হয়তো আমাদের সমাজটা বদলে যেত♥♥
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀
আমাদের সব বদলাতে হবে 💜
সমাজের পরিবর্তন না আনা পর্যন্ত আমাদের সমাজ ঠিক হবে না ভাই।