নানা রকম প্রতিকূলতার ঝামেলার পর অবশেষে তার পরিত্রান পেলেন এটা ভেবেই বেশ ভালো লাগছে।আসলে প্রতিটা সেক্টরেই আমরা এরকম ভোগান্তির শিকার হচ্ছি।।কিছুই করার নাই যেন মনে হয় আমরা অসহায় হয়ে গেছি।সত্যি কথা বলতে এর তীব্র প্রতিবাদ দরকার প্রতিকার দরকার।আপনার লেখা বাস্তববাদী পোস্টগুলো আমার খুবই ভালো লাগে।আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি খুবই চমৎকার করে আপনার লেখার মাঝে তুলে ধরেন।যা আমার অনেক প্রিয় এবং ভালো লাগার একটি বিষয়।ভাবি ও বাবুসহ সপরিবারে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এটাই প্রত্যাশা।আর ভাবিকে সময়মতো করোনার টিকা টা দিয়ে দিবেন।আজ এ পর্যন্ত♥♥